পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বঙ্গে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটযুদ্ধে নেমে তিনি বাংলার মানুষকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কার্যত একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছিল গেরুয়া শিবির। নির্বাচন-কে ঘিরে কেন্দ্রের একাধিক তাবড় নেতা এ রাজ্যে এসে নির্বাচনী প্রচার করে গিয়েছেন। গেরুয়া শিবিরের নেতার দাবি করেছিলেন দু’শোর বেশি আসন পেয়ে বাংলায় নতুন সরকার গড়বে। নির্বাচনী প্রচারে বাংলার মানুষকে একাধিক প্রতিশ্রুতিও দিয়েছিল তারা।
তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনকিছুতে কম যাননি। একাধিক তৃণমূল নেতা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। তাতে করে ঘাসফুল শিবির কমজোর হয়ে পড়েছে বলে মনে করেন অনেকেই। তবে কোনমতেই হাল হাল ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও ভোট যুদ্ধে নেমে, নির্বাচনী প্রচারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে। তবে এবার সেগুলি বাস্তবায়নে করে দেখানোর পালা।
আরও পড়ুনঃ খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
নির্বাচনী প্রচারে তার সব থেকে বড় কয়েকটি প্রতিশ্রুতি হল, মহিলাদের হাতে মাসিক ৫০০ টাকা করে হাত খরচ দেওয়া এবং দুয়ারে রেশন এছাড়াও রয়েছে ছাত্র-ছাত্রীদের ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়া। তবে রাজ্যে ইতিমধ্যেই দুয়ারে রেশন প্রকল্প শুরু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিন কয়েক আগে রেশন ডিলারদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন, অবশ্য সেই বৈঠক খাদ্যমন্ত্রী রথীন ঘোষ উপস্থিত ছিলেন না। ওই বৈঠকে রাজ্যের ২২ টি জেলায় দুয়ারে রেশন প্রকল্প শুরু করার কথা আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বড় বড় প্রতিশ্রুতির মধ্যে এখনও দুটি প্রকল্প বাকি রয়ে গিয়েছে। তবে তা নিয়েই গতকাল সবর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দল ইস্তাহার প্রতিশ্রুতি দেয়। অনেকে সেটা কার্যকর করে না। আমরা প্রতিশ্রুতির কিছুটা পালন করতে আজই মন্ত্রিসভা থেকে সম্মতি আদায় করে নিয়েছি। আমরা পরিবার পিছু সাধারণ শ্রেণির একজনকে ৫০০ টাকা ও এসসি-এসটি হলে ১০০০ টাকা দেব বলেছিলাম। উচ্চশিক্ষায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিটকার্ড দেব। মাত্র ৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা। এই দুটির পাশাপাশি দুয়ারে রেশনেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।”
আরও পড়ুনঃ ইয়াস মোকাবিলায় জরুরি বৈঠকে রাজ্য সরকারকে একগুচ্ছ পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ভোট প্রচারে নেমে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেওয়া প্রতিশ্রুতি কে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীদল। নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী দল তৃণমূল নেত্রী কে নিয়ে আক্রমণ করেছেন নানাভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি নয়। বাস্তবে করে দেখানোর দিক দিয়েও যথেষ্ট তৎপর তৃণমূল কংগ্রেস সরকার। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে মোক্ষম জবাব দিচ্ছেন বিরোধী দলকে।
প্রকল্প রূপায়ণ এর ব্যাপারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “প্রকল্প বাস্তবায়নের পর একটি স্পেশাল টাস্কফোর্স গঠন করা হবে। প্রত্যেকটি প্রকল্প যাতে রুপায়ন হয়, তার দিকে নজর রাখবে এই স্পেশাল টাস্কফোর্স।”