পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে তৃতীয় দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ হতে না হতেই জোরদার মিছিল রাজনৈতিক দলগুলির। আজ উত্তরবঙ্গের দুটি জনসভা করবেন মমতা, একই দিনে বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিঙ্গুরে করবেন রোড শো।
পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের হচ্ছে বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ। এরই মধ্যে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। বাকি রয়েছে ৫ দফার ভোট গ্রহণ। চতুর্থ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল ৪৪ টি আসনে।
চতুর্থ দফার ভোটকে কেন্দ্র করেই জোরদার প্রচার চলছে রাজ্যে। গতকাল তৃতীয় দফার ভোটের দিনে বঙ্গে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদী বাংলায় জনসভা করার ২৪ ঘন্টা পার হতে না হতেই বাংলায় ভোট প্রচারে আসছেন শাহ।
বাংলা জয় করতে গেরুয়া শিবির মরিয়া। নিয়ম করে আসছেন মোদি শাহ। বঙ্গে করছেন জনসভা, রোড শো। আজ রাজ্যে চারটে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিঙ্গুরের প্রথম সভা করবেন তিনি। সিঙ্গুরের বিজেপি প্রার্থী তৃণমূল ছুট বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য-র হয়ে আজ ভোট প্রচার করবেন শাহ।
এছাড়াও একই দিনে উত্তরবঙ্গের ভোট প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্রের প্রার্থী কে নিয়েই তিনি সভা করবেন। এর আগে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আবারো ভোট প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তৃণমূল নেত্রীও কোন কিছুতে কম যাচ্ছেন না, তৃণমূল সুপ্রিমো আজ উত্তরবঙ্গে দুটি জোড়া সভা করবেন। উত্তরবঙ্গ থেকে ফিরে তিনি কলকাতায় দুটি সভা করবেন। কলকাতার যাদবপুরে একটি সভা করবেন তিনি ও অপরটি করবেন টালিগঞ্জে। এর পাশাপাশি হাওড়ার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া ও হুগলিতে জনসভা করবেন আজ।
তৃতীয় দফার ভোট গ্রহণ শেষ হতে না হতেই রাজনৈতিক দলগুলি, মিছিল, রোড শো, করতে মেতে উঠেছেন। ঝড় তুলে দিয়েছেন ভোটে প্রচারে।