পশ্চিমবঙ্গ ডেস্কঃ আগামী ৬ মার্চ তৃতীয় দফার বিধানসভা নির্বাচনী ভোট। মঙ্গলবার তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে।
তৃণমূল সুপ্রিমো আজ জনসভা করছেন রায়দিঘিতে। রায়দিঘিতে বিধায়ক ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। পর পর তিনি দুইবার (২০১১ ও ২০১৬) ভোটে জিতে রায়দিঘিতে বিধায়ক হয়েছিলেন। তার সত্বেও এবার তাকে বিধানসভা ভোটে প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস।
আজ শনিবার রায়দিঘির সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী জানিয়েছেন কেন দেবশ্রীকে রায়দিঘিতে প্রার্থী করেননি। তিনি জানিয়েছেন, “দেবশ্রী কে নিয়ে রায়দিঘিতে মানুষের ক্ষোভ থাকায় তাকে এবার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস”।
তৃণমূল নেত্রীর এই বক্তব্যে পাল্টা জবাবে দেবশ্রী রায় জানিয়েছেন, “প্রার্থী করিনি বলাটা ঠিক নয়। কারন আমি প্রার্থী হতে চাইনি বলেই তারা আমাকে প্রার্থী দেয়নি।” তিনি আরো জানিয়েছেন, “দিদিকে যোগ্য মনে করে আদর্শ ভেবেই ওর হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। বুঝতে পারিনি ওনার থেকে এত বড় পুরস্কার পাব। দিদিকে ধন্যবাদ।”
ইতিমধ্যেই তৃণমূল দল থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী। তার নিজ অভিনয় জগৎই শ্রেষ্ঠ বলে বেছে নিয়েছেন এবং নিজ কাজেই ব্যস্ত তিনি। বর্তমানে রায়দিঘিতে তৃণমূলের প্রার্থী করা হয়েছে অলক জলদাতাকে এবং বিজেপির হয়ে রায়দিঘির কেন্দ্র থেকেই লড়ছেন শান্তনু বাপুলি।
দেবশ্রী জানিয়েছেন, ‘অনেকের দুর্নীতি, তোলাবাজির প্রতিবাদ করায় এবং বুলবুল ও আমফানের ত্রাণ চুরি করায় প্রতিবাদ করায় তারা চাইনি আমি ফের রায়দিঘিতে বিধায়ক হই। আমার প্রতি সাধারণ মানুষের কোনো ক্ষোভ নেই, যেটা আছে সেটা বরঞ্চ তৃণমূল কর্মীদের মধ্যেই। আমাকে দিনের পর দিন গালিগালাজ করা হয়েছে। এমনকি হুমকিও দেওয়া হয়েছে ফোন করে। রায়দিঘিতে গেলে আমার প্রাণনাশ হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছিল।” বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা পেশ করার আগেই তিনি তৃণমূল দল ছেড়েছেন।
রায়দিঘির হয়ে বিধানসভা ভোটে লড়তে চেয়েছিল প্রাক্তন বিধায়ক সত্য বাপুলির পুত্র শান্তনু বাপুলি। তৃণমূলের প্রার্থী না করায় শান্তনু বাপুলি বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করেই রায়দিঘির কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে লড়েছেন শান্তনু বাবলি।
নাম না করে এদিন অভিনেত্রী দেবশ্রী কে কটাক্ষ করে তৃণমূল নেত্রী জানান, ‘টোটো কেলেঙ্কারিতে নাম জানানোর জন্যই তাকে প্রার্থী করা হয়নি।’ এ বিষয়ে দেবশ্রী জানিয়েছেন, ‘টোটো কেলেঙ্কারির নামে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। সেসব কথা নেত্রীকে জানিয়েছি কিন্তু তাতে কোন কাজ না হওয়াতেই রায়দিঘি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’ গত ১৫ ই মার্চ দল ছাড়ার চিঠি পাঠিয়ে নিজ অভিনয় জগতে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি।