মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, mamata banerjee, tmc, Mamata sends letter to newly elected MLAs
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক করে বাংলার মসনদে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ ই মে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তিনি। এবার রাজ্যের নব নির্বাচিত বিধায়কদের চিঠি পাঠিয়ে তাদের কর্তব্যের কথা মনে করিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধায়কদের উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, তার যোগ্য সম্মান দিয়ে সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে।” তিনি আরও লিখেছেন, “তোমার এই জয়, বাংলার মা মাটি মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।”

আরও পড়ুনঃএবার থেকে বাড়িতে বসে বিনামূল্যে হবে করোনা পরীক্ষা, জেনে নিন কি করতে হবে আপনাকে

তবে নব নির্বাচিত বিধায়কদের আগামী দিনে কি কি করনীয় ? তা নিয়ে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামী দিনে আরও কাজ করতে হবে। মনে রাখবেন, বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, তার যোগ্য সম্মান দিয়ে সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে। নম্রতা ও বিনয়ের সাথে জনগণের সেবা করতে হবে।”

এছাড়াও তিনি আরও লিখেছেন, “এলাকার মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখো, সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় তা নিশ্চিত করো। তবেই আমরা পারবো বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দিতে।” এরপর, শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তৃণমূল কংগ্রেস জনগণের দল। জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের অঙ্গীকার।”

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্য থেকে অক্সিজেন নিয়ে দেশে পৌঁছল নৌবাহিনীর জাহাজ “আইএনএস কলকাতা”

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরামর্শদানের চিঠি নবনির্বাচিত বিধায়কদের কাছে পৌঁছাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর মতে, জনগণের পাশে বিধায়কদের সর্বদা থাকতে হবে। জনগণ যে হিসাব করে বাংলায় তৃতীয়বারের জন্য তৃণমূলকে ফিরিয়ে এনেছে, তা তৃণমূল কংগ্রেসকে দেখিয়ে দিতে হবে। তবে সেটা কাজের মাধ্যমে। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির মাধ্যমে আগামী পাঁচ বছরে জনগণের জন্য কি কি করতে হবে তা জানিয়ে দিয়েছেন বিধায়কদের।