mamata banerjee, sougata roy, tmc, Bhawanipur
"ভবানীপুরে ৫০,০০০-র বেশি ভোটে জয়লাভ করবেন মমতা" দাবি সৌগত রায়ের | ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দরজায় কড়া নাড়ছে উপনির্বাচন। হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তার পরেই ভাগ্য পরীক্ষা হবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তবে এরই মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন, তা নিয়ে সম্পূর্ণ আশাবাদী সৌগত রায়। তিনি এদিন বলেন, “ভবানীপুরে সিদ্ধান্ত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০,০০০ এর বেশি ভোটে জয়লাভ করতে চলেছেন।”

আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই হাই ভোল্টেজ উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগম রাজ্য রাজনীতি। এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় রাজ্যের গেরুয়া শিবিরকে নিশানায় নিয়ে বলেন, “সৌমিত্র খাঁর কোনও বিবৃতির কী গুরুত্ব আছে তা জানি না। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূলে যোগ দান করেছেন। সবে তো ৪-৫ জন বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আরও অন্তত ২৪ জন বিজেপি বিধায়ক বিজেপি ছাড়ার অপেক্ষায় রয়েছেন। আমরা তাদেরকে দলে নিচ্ছি না। পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির কোন বর্তমান নেই, ভবিষ্যৎও নেই।”

mamata banerjee, sougata roy, suvendu adhikari, tmc, Bhawanipur
“ভবানীপুরে ৫০,০০০-র বেশি ভোটে জয়লাভ করবেন মমতা” দাবি সৌগত রায়ের | ছবিঃ সংগৃহীত

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। সেই পরিপ্রেক্ষিতে সৌগত রায়ে বলেন, “ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সাথে ভোটে জিতে যোগ্য জবাব দেবেন বিজেপিকে।”

ভবানীপুরে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সেই প্রসঙ্গ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কে, সেটা তৃণমূল ভালো করেই বুঝতে পারবে।” দিলীপ ঘোষের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সৌগত রায়, তিনি এদিন বলেন, “একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর কাছে ৫৮ হাজারেরও বেশি ভোটে হেরেছেন প্রিয়াঙ্কা। আমরা জানি উনি কে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পুরসভা ভোটেও হেরেছেন। দিলীপ ঘোষ এমন পাগল-পাগল বিবৃতি অনেকবার দিয়েছেন। যার কোনও গুরুত্ব নেই।”

dilip ghjosh, mamata banerjee, sougata roy, tmc, Bhawanipur
“ভবানীপুরে ৫০,০০০-র বেশি ভোটে জয়লাভ করবেন মমতা” দাবি সৌগত রায়ের | ছবিঃ সংগৃহীত

উপনির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষণ এর দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিং-কে। এ বিষয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি এদিন বলেন, “অর্জুন সিং নিজের এলাকায় ৭টি আসনের মধ্যে ৬টিতে হেরে গিয়েছেন। ওকে ভবানীপুরে পাঠিয়ে কী লাভ ? অর্জুন সিং ২০২৪ সালের লোকসভা ভোটে বড় হারের জন্য প্রস্তুত হচ্ছে।”