জগদীপ ধনকড়, মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ সন্ধ্যে ৬ বেজে ৪৫ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যান রাজ্যপাল জগদীপ ধনকড় এর সঙ্গে দেখা করতে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সময় চেয়ে নিয়েছিলেন রাজ্যপাল এর কাছে।

নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট গ্রহণের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছিলেন। আজ তিনি রাজ্যপালের সাথে দেখা করে প্রথমত নিজের পদত্যাগপত্র জমা দেবেন। তারপরে নিয়ম অনুযায়ী রাজ্যপাল জগদীপ ধনকড় তাকে নতুন করে সরকার গঠন করার জন্য আহ্বান জানাবেন।

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, আগামী ৫ ই মে রাজভবনে রাজ্যপালের সামনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও জানা যাচ্ছে যে রাজ্যে করোনা পরিস্থিতি এর কথা মাথায় রেখে তাড়াতাড়ি শপথ নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে দারুন ফলাফল করেছে কিন্তু নন্দীগ্রামে নিজের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে হেরে গিয়েও কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি ?

হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে তাকে রাজ্যের যেকোনো অন্য একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে তাহলেই তার মুখ্যমন্ত্রী হওয়া কোনভাবেই আটকাবে না।

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ৫ ই মে মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে রাজ্যের কিছু বরিষ্ঠ নেতারাও শপথ গ্রহণ করবেন।