মমতা বন্দ্যোপাধ্যায়, Mamta Banerjee, tmc, ভোট গননা, বিধানসভা ভোট
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মমতার নির্বাচনী প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত কোন প্রচার করতে পারবেন না তৃণমূল সুপ্রিমো। তবে কমিশনের নিষেধাজ্ঞা জারি উঠলেই জোড়া সভা মমতার।

৩’রা এপ্রিল তারকেশ্বরে নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ মূলক বক্তব্য করায় জবাব তলব করে নির্বাচন কমিশন। তারকেশ্বরের সভাতে তিনি বলেছিলেন, “আমি আমার সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে হাতজোড় করে আবেদন করছি। শয়তানের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। সংখ্যালঘু ভোট ভাগ করতে বিজেপি যে টাকা দিয়েছে তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিপিএম ও বিজেপির কর্মীরা” এই বক্তব্যের জেরে নির্বাচনী কমিশনের প্রথম শো-কজ এর নোটিশ পান মুখ্যমন্ত্রী মমতা।

এরপর মমতা দ্বিতীয় বার শো-কজ করা হয় কমিশনের পক্ষ থেকে। প্রসঙ্গত, একটি সভায় তিনি কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, “কেন্দ্রীয় বাহিনী যদি ভোট দিতে বাধা দেয়, তাহলে মহিলারা তাদেরকে ঘিরে রাখবেন। শুধু ঘিরে রাখলে হবে না, ভোটটাও দিয়ে আসতে হবে। একদল ঘিরে রাখবেন, আর একদল ভোটটা দিয়ে আসবেন।’ এমন বক্তব্যকে নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ মূলক বক্তব্য মনে করায় শো-কজ করে কমিশন।

নির্বাচন কমিশনের সেই চিঠির উত্তর দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সন্তোষজনক হয়নি নির্বাচন কমিশনের কাছে।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ঘিরেই অশান্তি ছড়িয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। সেই জন্যই মমতার নির্বাচনী প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত কোন প্রচার করতে পারবেন না তৃণমূল নেত্রী।

আজ তৃণমূল নেত্রীর চারটি স্থানে নির্বাচনী প্রচার সভায় ছিল। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, ৪ টির মধ্যে আজ তিনি দুটি সভা করবেন। মঙ্গলবার রাত ৮ টার পরে নিষেধাজ্ঞা জারির মেয়াদ পার হলেই জোড়া সভা মমতার। আজ নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ও কল্যাণী এবং উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ও বিধান নগরে সভা করার কথা ছিল তার। তবে তিনি নদীয়া জেলার দুটি সভায় বাতিল করেছেন। আজ রাতে নিষেধাজ্ঞা জারি পার হলেই বারাসাত ও বিধাননগরে সভা করবেন মমতা।

আজ রাত ৮:১৫ মিনিটে বারাসাতের তৃণমূল প্রার্থী রঞ্জিত চক্রবর্তীর হয়ে নির্বাচনী প্রচারে সভা করবেন তৃণমূল নেত্রী এবং রাত নটার সময় বিধান নগরে সভা করবেন তিনি।