পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারদা এবং কয়লা কাণ্ডের পর আইকর কাণ্ডে নতুন মোড়। এবারে আইকর কাণ্ডে কংগ্রেস নেতা মানস ভুঁইয়া এবং মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে এবারে জরুরি তলব করল ইডি। একের পর এক নতুন নতুন মামলা নিয়ে কখনও সক্রিয় হচ্ছে সিবিআই আবার কখনও সক্রিয় হচ্ছে ইডি।
পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে একের পর এক নতুন ঘটনার। কখনও বিভিন্ন রাজনৈতিক নেতাদের জন সভা ঘিরে বিক্ষোভ আবার কখনও ভোটে দাঁড়ানো তারকা প্রার্থীদের র্যালি ঘিরে অশান্তি। এটি মধ্যে রাজ্যে হওয়া বিভিন্ন দফা ভোটে দেখা মিলেছে শাসক দল এবং বিরোধী পক্ষের অশান্তির।
এরই মধ্যে বিভিন্ন মামলায় একের পর এক হেভিওয়েট নেতাদের নাম জড়িয়ে পড়াতে হাওয়া আরও গরম হয়ে উঠেছে। আইকর মামলা নিয়ে তদন্তের সময় ইডির হাতে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর ভিডিও। সেখানে কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার ভিডিও ক্লিপও পান তারা। সেই সুত্র ধরেই আগামী ১৯ শে এপ্রিল মানস ভুঁইয়াকে সল্টলেকের সিজিও ব্লকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
অন্যদিকে সারদা কাণ্ডে জড়িয়ে পরা মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে আইকর মামলায় যোগাযোগের সূত্রে আগামী ২৯ শে এপ্রিল সল্টলেকের সিজিও ব্লকের ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। শুধু মানস ভুঁইয়া বা মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকেই নয়। তৃণমূলের আর এক হেভিওয়েট নেতা পার্থ চ্যাটার্জিকেও ডেকে পাঠিয়েছে ইডি।
এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো সহ অন্যান্য নেতারা রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত খুঁজে পেয়ে সরব হয়েছেন। তাদের বক্তব্য বিধানসভা ভোটে বিরোধী পক্ষ ইচ্ছে করে শাসক দলকে বিব্রত করার চেষ্টা করছে।