tripura election, electiopn, manik saha, bjp
গদি বাঁচাতে মরিয়া মানিক সাহা, ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্র চলছে উপনির্বাচন | ছবি - প্রতীকি ছবি

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বৃহস্পতিবার, উপনির্বাচন রয়েছে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে। গত মে মাসে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, যার ফলে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মানিক সাহা। তবে এই নির্বাচনে সবথেকে বড় ভূমিকা থাকবে মানিক সাহার। কারণ মুখ্যমন্ত্রীর গদি বাঁচিয়ে রাখতে হলে উপনির্বাচনে জয়ী হতে হবে তাঁকে। এই উপনির্বাচনে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং ঘাসফুল শিবির।

ত্রিপুরার উপনির্বাচনে বড়দোয়ালি কেন্দ্র থেকে লড়ছেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর ওই কেন্দ্র থকেই মানিক সাহা বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংহীতা ভট্টাচার্য এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস সাহা। জানিয়ে রাখি, কংগ্রেসের প্রার্থী আশিস সাহা ২০১৮ সালেের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি গেরুয়া শিবির ছেড়ে নাম লিখিয়েছেন কংগ্রেসে এবং কংগ্রেসের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আগরতলা বিধানসভা কেন্দ্রতেও রয়েছে আজ উপনির্বাচন। আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলত্যাগী সুদীপ রায় বর্মন। তবে এই উপনির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই করছেন পান্না দেব এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক সিং।

এছাড়াও আজ উপনির্বাচন রয়েছে ধলাই জেলাতে। আশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন যার ফলে ওই বিধানসভা কেন্দ্রে বিজেপির আসন ফাঁকা পড়ে রয়েছে। যার জেরে সেখানে চলছে উপনির্বাচন।
যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের বিধায়ক রমেশচন্দ্রের মৃত্যুর কারণে ওই বিধানসভা কেন্দ্রেও রয়েছে আজ উপনির্বাচন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই উপনির্বাচনে চারটি বিধানসভা কেন্দ্রে মোট ২২১ টি পোলিং বুথ থাকছে।সবগুলি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে এবং ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রতে ভোট চলাকালীন যাতে কোনরকম অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য ২৫ কম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।