suvendhu adhikari, BJP, শুভেন্দু আধিকারি
"তৃণমূলের অত্যাচারে বহু বিজেপিকর্মী ঘরছাড়া হয়েছিল, এখন ওঁরাই ঘর ছাড়া" মন্তব্য শুভেন্দুর | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থান থেকে উঠে এসেছে অহিংসার ছবি। ভোট-পরবর্তী হিংসার জোরে রাজ্যের বহু বিজেপির কর্মী-সমর্থকেরা হয়েছিলেন ঘরছাড়া। তবে এবার হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলার সিবিআই তদন্ত শুরু হওয়ায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলের উপর আক্রমন করে বলেন, “২ রা মে-এর পর তৃণমূলের অত্যাচারে বহু বিজেপিকর্মী সমর্থকরা ঘরছাড়া হয়েছিলেন। তবে রাজ্যে এখন তার ঠিক উল্টোটা হচ্ছে। তৃণমূলের নেতা আর হার্মাদরা সিবিআই দেখলেই পালাচ্ছে। ওঁরা এখন ঘর ছাড়তে বাধ্য হচ্ছে।”

suvendhu adhikari, BJP, শুভেন্দু আধিকারি
“তৃণমূলের অত্যাচারে বহু বিজেপিকর্মী ঘরছাড়া হয়েছিল, এখন ওঁরাই ঘর ছাড়া” মন্তব্য শুভেন্দুর | ছবি – সংগৃহীত

জানিয়ে রাখি, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে বিজেপি। প্রথম থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল গেরুয়া শিবির। কিন্তু বারবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে কোনো রকম কাজ হয়নি। কারণ, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখবে রাজ্যের গোয়েন্দা বিভাগ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত সিবিআইয়ের হাতেই পড়ল।

উল্লেখ্য, রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলা দায়ের হওয়ার পর, মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলার দায়ভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভোট পরবর্তী হিংসার তদন্তে কোমর বেঁধে নেমেছে সিবিআই।

suvendhu adhikari, BJP, শুভেন্দু আধিকারি
“তৃণমূলের অত্যাচারে বহু বিজেপিকর্মী ঘরছাড়া হয়েছিল, এখন ওঁরাই ঘর ছাড়া” মন্তব্য শুভেন্দুর | ছবি – সংগৃহীত

রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা গুলি খতিয়ে দেখছে সিবিআই। নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের জেরে তৃণমূলের বহু তাবড় তাবড় নেতা ও কর্মী সমর্থকরা ঘরছাড়া বলে দাবি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী।