পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যের আকাশ জুড়ে অবস্থান করেছে ঘন কালো মেঘ। বাতাসেও বাড়ছে জলীয়বাষ্পের পরিমাণ। গত কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ। তবে আজ থেকে উত্তরবঙ্গে কমতে চলেছে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সকাল হতেই দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়ে চলেছে। গতকালও ধাপে ধাপে বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে আজ সোমবার সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জনে তান্ডব দেখাতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।