ভারতীয় রেল, করোনা ভাইরাস, লকডাউন, শ্রমিক স্পেশাল
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের করোনা আবহে একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। মঙ্গলবার থেকে আগামী ১৬ ই মে অবধি একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। ১১ ই মে থেকে আগামী ১৬ ই মে পর্যন্ত ট্রেন বাতিলের কথা টুইট করে জানায় ভারতীয় রেল।

ভারতে বর্তমানে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে কোথাও কোথাও পুরো লকডাউন আবার কথাও কোথাও আংশিক লক ডাউনের পথে হেঁটেছে বিভিন্ন রাজ্য সরকার। এরই মধ্যে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে রেল কর্মী এবং রেল পুলিশের আধিকারিকরা।

সমস্ত বিষয়ের কথা চিন্তা করেই আজ ১১ ই মে থেকে আগামী ১৬ ই মে পর্যন্ত ভারতীয় রেলের দিল্লী, বিহার, উত্তর প্রদেশ, মুম্বাই এবং গুজরাটের একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। যাত্রী সংখ্যা মূলত কম হওয়াতে বাতিল করে দেওয়া হয়েছে ট্রেন গুলি।

করোনা সংকটে ট্রেন যেমন বাতিল হয়েছে তেমনই বিভিন্ন রাজ্য থেকে ফেরৎ শ্রমিকদের যাতে নিজেদের রাজ্যে ফিরতে কোনও রকম কোনও অসুবিধে না হয় সে জন্য চালু রাখা হয়েছে একাধিক স্পেশাল ট্রেন। ট্রেন সংক্রান্ত তথ্যের জন্য রেলের হেল্প লাইন নম্বর অর্থাৎ ১৩৯ এ ফোন করতে হবে এবং www.enquiry.indianrail.gov.in এ গিয়েও তথ্য সংগ্রহ করতে পারেন যাত্রীরা।

বাতিল হওয়া ট্রেন গুলি হল- ট্রেন নম্বর ০৪৬১৩ বানিহাল-বারামুলা, ট্রেন নম্বর ০৪৬১৪ বারামুলা- বানিহাল, ট্রেন নম্বর ০৪৬১৭ বানিহাল-বারামুলা স্পেশাল ট্রেন, ট্রেন নম্বর ০৪৬১৮ বারামুলা-বানিহাল স্পেশাল ট্রেন, ট্রেন নম্বর ০৪৬১৯ বানিহাল- বারামুলা স্পেশাল ট্রেন, ট্রেন নম্বর ০৪৬২০ বারামুলা- বডগাম স্পেশাল ট্রেন, ট্রেন নম্বর ০৪৬২২ বডগাম- বানিহাল স্পেশাল ট্রেন।