পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- এইবারের বিশ্বকাপ জেতার পর ব্রাজিলের রিও ডি জেনেরিওর মারাকানা এখন মেসির অপেক্ষায়। আর্জেন্টাইন ফুটবল সংস্থার কাছে বার্তা পাঠিয়েছেন মারাকানার পরিচালন কমিটির প্রেসিডেন্ট। মারাকানার ঐতিহাসিক স্টেডিয়ামে রয়েছে পেলে-বেকেনবাওয়ারদের ফুটপ্রিন্ট। তবে এবার মারাকানার হল অফ ফেমে পায়ের ছাপ থাকুক লিওনেল মেসির, এমনটাই চান অফিসিয়ালরা। এখন এটাই দেখার বিষয় যে মেসি এই বার্তায় সাড়া দেন কিনা ! তবে কি লেখা রয়েছে আমন্ত্রণ বার্তায় ? আসুন জেনে নেওয়া যাক।
ইতিমধ্যেই মাঠে এবং মাঠের বাইরেও অনেক ছাপ ফেলেছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সর্বদা সর্বোচ্চ পর্যায় বছরের-পর-বছর বিরাজ করবে লিওনেল মেসির নাম। ব্রাজিলের মারাকানাযও তাই চায় যে মেসির মতো জাদুকর ফুটবলারকে শ্রদ্ধা জানাতে ।
কারণ এমন কোন ট্রফি নেই যেটি লিওনেল মেসি জেতেননি।। বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ রয়েছে তার ট্রফি ক্যাবিনেটে। তবে এখন এটাই দেখার বিষয় মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে ফুটবল সম্রাট পেলের দেশে যান তাহলে বিরাট সম্মানে সম্মানিত হবেন তিনি। ফুটবলের অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে থাকবে তারও পায়ের ছাপ । ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনাল্ডো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারাকানায় পায়ের ছাপ দিয়ে গিয়েছেন। এবার মারাকানা অপেক্ষায় রয়েছে লিওনেল মেসির।
কাতার বিশ্বকাপ শুরু হবার আগেই ফুটবল বিশেষজ্ঞরা একটা কথা বারবার বলেছেন মেসির হাতে যদি বিশ্বকাপ ওঠে সম্ভবত ‘ পোয়েটিক জাস্টিস’ হবে। তবে ফুটবল ভগবান এবার হয়তো এটাই চেয়েছিলেন। মেসির মাথায় মুকুট পরিয়ে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর বিশ্ব চ্যাম্পিয়ন করলেন আর্জেন্টিনাকে।
গত রবিবার লুসাইল স্টেডিয়ামে এক নাটকীয় ফাইনাল দেখল গোটা বিশ্ব । হাড্ডাহাড্ডি লড়াই হয় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে। নির্ধারিত সময় খেলা শেষ না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে । ৪-২ গোলের ব্যবধানে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে শেষ হাসি হাসে মেসি বাহিনী। তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয় মারাদোনার আর্জেন্টিনা ।