পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অবশেষে চাকরী প্রার্থীদের জন্য সুখবর। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নর্থ- ইস্ট ফ্রন্টিয়ার রেলে। ৩৭০ টি পদে কর্মী নিয়োগ হবে। এই মর্মে আবেদনের শেষ তারিখ ৩০শে এপ্রিল। রেলের ইলেকট্রিক্যাল বিভাগের টিআরডি উইং এ জুনিয়ার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং হেল্পার পদে হতে চলেছে নিয়োগ।
পদ- ৩৭০ টি
পদের নাম- ইলেকট্রিক্যাল বিভাগের টিআরডি উইং এ জুনিয়ার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং হেল্পার
আলাদা আলাদা পদে নিয়োগের সংখ্যা- জুনিয়ার ইঞ্জিনিয়ার( ২০ জন), টেকনিশিয়ান ( ১৫০ জন), হেল্পার পদে (২০০ জন)। সময়ের সাথে এই সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানায় রেল কর্তিপক্ষ।
নিয়োগের ভিত্তি- আবেদনকারিকে তার টেকনিক্যাল যোগ্যতা এবং কাজের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদনপত্রে কি কি লেখা বাঞ্ছনীয়- আবেদনকারীকে আবেদনপত্রে নিজের নাম, জন্মের তারিখ, বাবার নাম, নিজের কমুনিটি অর্থাৎ এসসি বা এসটি বা ওবিসি কিনা লিখতে হবে। এছাড়াও লিখতে হবে বর্তমান পদ, শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল যোগ্যতা, কম্পিউটারের সার্টিফিকেট, জমা করতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানা- নর্থ-ইস্ট ফ্রন্টইয়ার রেলের প্রিন্সিপাল চিফ পার্সনেল অফিসারের কার্যালয়।
পে লেভেল- জুনিয়ার ইঞ্জিনিয়ার পে লেভেল-৬, টেকনিশিয়ান পে লেভেল- ২ এবং হেল্পার পে লেভেল- ১
প্রার্থী বাছাইয়ের নিয়ম- আবেদন গ্রহণের ক্ষেত্রে একমাত্র আধিকার থাকবে রেলের নর্থ- ইস্ট ফ্রন্টিয়ার GM(P)/ MLG এর। বদলির জায়গা এবং সময় কোনটাই নির্বাচিত প্রার্থীর ওপর থাকবেনা। চূড়ান্ত বাছাইয়ের পর সকলকে নর্থ- ইস্ট ফ্রন্টিয়ার রেলের কোনও ডিভিশনে।
আবেদনের শেষ তারিখ এবং ওয়েবসাইট- nfr.indianrailways.gov.in