kylian mbappe, neymar, psg, এমবাপ্পে, নেইমার, messi, মেসি, লেঁস
মেসি-নেইমারের অনুপস্থিতিতে দলের হয় নিজেকে প্রমাণ করতে পারলেন না এমবাপ্পে

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- নতুন বছরের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল ফরাসি জায়েন্ট পিএসজিকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখনো লিওনেল মেসি রয়েছেন নিজের দেশ আর্জেন্টিনাতে। এখনো পিএসজির সঙ্গে যোগ দেননি তিনি। অন্যদিকে শেষ ম্যাচে লাল কার্ড পাওয়ার জন্য, গতকালের ম্যাচে নিষিদ্ধ ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

তবে এদের দুজনকে ছাড়াও পিএসজিতে রয়েছে এইবারের বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পে। যিনি কিনা একাই বিশ্বকাপ ফাইনালে ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন। তবে মেসি-নেইমার না থাকার ফল গতকাল হাড়ে হাড়ে টের পেয়েছে পিএসজি।

ফরাসি লিগের দ্বিতীয় স্থানে অবস্থান করা লেঁসের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তিন একে ব্যবধানে ম্যাচ হেরে যায় কিলিয়ান এমবাপ্পেরা। দীর্ঘ আট মাসের অপরাজিত থাকার যাত্রা ভেঙে যায় অবশেষে।

ম্যাচের শুরুতেই বিপক্ষের মাঠে পিছিয়ে পড়েছিল পিএসজি। ম্যাচ এর প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে পরাস্ত করে প্রথম গোলটি তুলে নেয় স্বাগতিক দলের হয়ে প্রেমিস্লাভ ফ্রাঙ্কোভস্কি। ৮ মিনিটের মাথায় ম্যাচে সমতায় ফেরে পিএসজি। গোল করেন তরুণ খেলোয়াড় হুগো একিতিকে। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি।

ম্যাচের ২৮ মিনিটে লেঁসের দ্বিতীয় গোলটি তুলে নেন লইঁ ওপেন্দা। তার একটি দুর্দান্ত শটে কোনমতেই বলের নাগাল পাননি গোলরক্ষক ডনারুমা। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই আরো একটি গোল হজম করতে হয় এমবাপ্পেদের। ৩-১ গোলের ব্যবধান বাড়িয়ে দেয় লেঁস। ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি পিএসজি। আট মাস পরে হারের মুখ দেখতে হল পিএসজিকে। গত ১৭ টি ম্যাচে পিএসজির ফরাসী লিগে অপরাজিত থাকার দৌড় শেষ হল অবশেষে। তবে ৪৮ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত গ্রুপ শীর্ষে অবস্থান করছে তারা।