পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- এই বছরের আইপিএলের নিলামে ৪০৫ জন ক্রিকেটারের বিরাট তালিকা প্রকাশ করেছে আইপিএল কমিটি। শুক্রবার নিলাম শুরু হতে চলেছে কোচিতে। বেশকিছু দলের হাতেই রয়েছে কয়েকশো কোটি টাকা। প্রত্যেক বছর আইপিএল নিলামে দুর্দান্ত লড়াই দেখা যায় ফ্র্যাঞ্চাইজি গুলির মধ্যে। এবারেও ক্যামেরুন গ্রীন এবং বেন স্টোকসের মত তারকা অলরাউন্ডারদের নিয়ে হতে পারে বেশ কাড়াকাড়ি। তবে কখন শুরু হবে সেই নিলাম এবং কোথায় ?
২০২৩ এর ১ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল। তার প্রায় সাড়ে তিন মাস আগে থেকেই শুরু হতে চলেছে তার নিলাম। নিলাম শুরু হবে শুক্রবার ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে এবং বাংলাদেশি সময় ৩ টে বেজে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং মোবাইলে জিও সিনেমায় দেখা যাবে এই নিলাম, যেই অ্যাপে এই বছর ফুটবল বিশ্বকাপ দেখানো হয়েছে সেই অ্যাপে দেখা যাবে আইপিএলের নিলাম। আইপিএলে দশটি ফ্র্যাঞ্চাইজিই লড়বে সেরা খেলোয়াড় তুলে নেওয়ার জন্য।
এই মৌসুমের আইপিএলের জন্য ৪০৫ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইপিএল কমিটি। তবে এই ৪০৫জনের মধ্যে থেকে বিক্রি হতে পারেন মাত্র ৮৭ জন। সমস্ত দল মিলিয়ে মাত্র এই কয়েক জন ক্রিকেটারের জায়গায় ফাঁকা রয়েছে। তালিকার ৪০৫ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি খেলোয়াড় এবং ৪ জন রয়েছে যারা অ্যাসোসিয়েট নেশন এর খেলোয়াড়।
নিলাম শুরুর আগে পকেটে সব থেকে বেশি টাকা নিয়ে নিলামে উপস্থিত থাকবে সানরাইজার হায়দরাবাদ। ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে তারা। কারণ তাদের পকেট এ রয়েছে ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। কিংস ইলেভেন পাঞ্জাবের রয়েছে ৩২ কোটি ২০ লক্ষ টাকা। ৯ জন ক্রিকেটারকে নিলামে কিনতে পারবে তারা। লখনৌ সুপার জায়ান্টদের কাছে রয়েছে ২৩ কোটি ৩৫ লক্ষ টাকা। এই টাকার মধ্যে তারা ১০ জন খেলোয়াড় কিনতে পারবে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে রয়েছে ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। ৯জন ক্রিকেটারকে কিনতে পারবে তারা।
চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এর পকেটে রয়েছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। আর মাত্র ৭ জন খেলোয়াড় কিনতে পারবে তারা। গতবারের আইপিএলের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স ১৯ কোটি ২৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে তারাও। দিল্লি ক্যাপিটালস এর কাছে রয়েছে ৯ কোটি ৪৫ লক্ষ টাকা। কিন্তু ৫ জন ক্রিকেটারই কিনতে পারবেন তারা। এই বছর ভালো ভাবে দল গুছিয়ে নিতে চাইবে রাজস্থান রয়েলস। তাদের ১৩ কোটি ২০ লক্ষ টাকার মধ্যেই ৯ জন ক্রিকেটার কিনতে পারবে। ৮ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ জন ক্রিকেটারই কিনতে পারবেন তারা। নিলামের নামার আগে সবথেকে কম টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্স এর কাছে। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলাম এ বসতে হবে তাদের। তার মধ্যেই ১১ জন ক্রিকেটারকে কিনতে পারবেন তারা।