পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ঘাসফুল শিবিরের নজর এবার মেঘালয়ে। আগামী বিধানসভা ভোট জিতে ক্ষমতায় আসার জন্য মেঘালয়ের বাসিন্দাদের জন্য তৃণমূল কংগ্রেস নিয়ে এলো WE কার্ড এবং MYE কার্ড। যার দরুন ওই রাজ্যের যুবসমাজকে নিজের দিকে টানার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, বলেই মনে করা হচ্ছে। তবে এই MYE কার্ডে যুবকদের বেশ ভালোই সাড়া পাচ্ছে সবুজ শিবির। ঘাসফুলের তরফে মেঘ-পাহাড়ের বাসিন্দাদের দেওয়া হচ্ছে নানা রকম প্রতিশ্রুতি।
কলকাতা থেকে উত্তরবঙ্গের সফরে রওনা দিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মেঘালয়ে রাজনৈতিক সভা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া। আর সেখান থেকেই গত ১৮ই জানুয়ারি অর্থাৎ বুধবার MYE কার্ডকে তুলে ধরে যুবক সমাজকে বার্তা দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এর আগে মেঘালয়ের মহিলাদের জন্য WE কার্ডের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস দল। মেঘালয়ের মহিলাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, আগামীতে তৃণমূল কংগ্রেস দল মেঘালয়ে ক্ষমতায় এলে এই WE কার্ডের মাধ্যমে মেঘ-পাহাড়ের মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে।
আর কয়েক দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনী আছে মেঘালয়ে। ফলেই সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের নজর গিয়েছে মেঘালয়ের দিকে। চলছে নানা রকম সভা। প্রত্যেক সভায় নিজেদেরকে ক্ষমতায় আনার জন্য সেখানকার স্থানীয়দের প্রতিশ্রুতি দিচ্ছেন ঘাসফুল শিবির। বর্তমানে বিধানসভা নির্বাচনে বিরোধী দল হিসেবে আছে তৃণমূল কংগ্রেস দল। সাম্প্রতিক সময়ে ৫২ টি আসনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে। তবে এবারে ক্ষমতায় আসার জন্য সেখানকার স্থানীয়দের নানা প্রলোভন দেখাচ্ছে বলে দাবি বিরোধী নেতাদের।
তবে এই মেঘালয়ের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের পাখির চোখ গেছে যুবক সমাজের দিকে। তাই বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবির ভোট পেতে MYE কার্ডের মাধ্যমে যুবক সমাজকে নিজের দিকে টানার চেষ্টা করছে। এবার প্রশ্ন হল MYE কার্ড কি? MYE কার্ড হল মেঘালয় ইউথ এমপ্লয়মেন্ট কার্ড। যার মাধ্যমে
আগামীতে তৃণমূল কংগ্রেস দল মেঘালয়ে ক্ষমতায় এলে যুবক সমাজকে এই কার্ডের মাধ্যমে অগ্রাধিকার দেবে। এই ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে সাড়া পড়েছে মেঘ-পাহাড়ের যুবকদের। চারদিনে এই কার্ডে নাম রেজিস্টার করেছে মেঘ-পাহাড়ের প্রায় ৩০ হাজার যুবক। তবে বিরোধীদের দাবি ঘাসফুল শিবির এইরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।