Nawazuddin Siddiqui, bollywood news, নওয়াজউদ্দিন সিদ্দিকি, বলিউডের খবর
নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ মা মেহেরউন্নিসা সিদ্দিকির

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেতা হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। সূত্রের খবর, পারিবারিক সমস্যা চলছে নওয়াজউদ্দিন সিদ্দিকি, স্ত্রী আলিয়া সিদ্দিকি ও তার মা মেহেরউন্নিসা সিদ্দিকির মধ্যে। সম্প্রতি আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে মুম্বাইয়ের ভরসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতার মা মেহেরউন্নিসা সিদ্দিকি।

নওয়াজউদ্দিন সিদ্দিকি বলিউডের একজন চেনা মুখ। অভিনয় জীবনের মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার জীবন শুরু করে এবং তাঁর এই দুর্দান্ত অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘ব্ল্যাক ফ্রাইডে’ (২০০৪), ‘নিউ ইয়র্ক’ (২০০৯), ‘পিপলি লাইভ’ (২০১০), ‘কাহানি’ (২০১২), ‘গ্যাংস অব ওয়াসিপুর’ (২০১২), ‘গ্যাংস অব ওয়াসিপুর’ – ২য় পর্ব (২০১২), ‘মানঝি’ (২০১৩), ‘তালাশ’ (২০১২), ‘বদলাপুর’ (২০১৫) এবং ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫ প্রভূতি ছবিতে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। তবে সাম্প্রতিক সময়ে পারিবারিক সম্পত্তির সমস্যায় জড়িয়ে পড়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সূত্র মারফত জানা গিয়েছে, নওয়াজউদ্দিনের দ্বিতীয় স্ত্রী আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেতার মা। এর আগে একাধিক কারণে পুলিশের দাড়স্থ হয়েছেন আলিয়া সিদ্দিকি। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ করা হয়েছে আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে।

স্ত্রী ও শাশুড়ির মধ্যে এমনই চরম বিবাদ শুরু হয়েছে যা পৌঁছেছে থানা পর্যন্ত। সাম্প্রতিক যে কারণে আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে নওয়াজউদ্দিন সিদ্দিকির মা এফআইআর করেছে তা হল সম্পত্তিজনিত বিবাদ। জানা গিয়েছে যে, আলিয়া সিদ্দিকি নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রথম স্ত্রী নন।

বিবাহের পর নওয়াজউদ্দিন সিদ্দিকির পরিবারের বিরুদ্ধে একাধিকবার পুলিশের দ্বারস্থ হতে হয়েছে আলিয়া সিদ্দিকীকে। এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকির দাদার বিরুদ্ধেও পুলিশের দারস্থ হয়েছেন আলিয়া সিদ্দিকি। সাম্প্রতিক পুলিশের তরফে আলিয়া সিদ্দিকিকে ডেকে পাঠানো হয়েছে নানা জিজ্ঞাসাবাদের জন্য।