পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে বেড়ে চলেছে অতিমারি করোনা। তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোট। তবে বাংলা জয় করতে মরিয়া গেরুয়া শিবির। অন্যদিকে শাসকদলও চায় না নিজ স্থান ত্যাগ করতে।
এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়েই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন, “এখন বাংলার বাঘিনীর মুখ থেকে মিউ মিউ আওয়াজ বের হচ্ছে। তার শরীরী ভাষা বদলে গিয়েছে।” দিলীপ ঘোষ বোঝাতে চেয়েছেন, এবার বাংলা থেকে তৃণমূল বিদায় নিচ্ছে সেই কারণেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে একটা ভয় ধরে গেছে। সেই কারণেই শারীরী ভাষা বদলে গিয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ বাবু।
দিলীপ ঘোষ জানান, ‘বঙ্গে ভোটের দফা যত এগোচ্ছে, ততই তৃণমূলনেত্রী বুঝতে পারছেন যে তার পরাজয় নিশ্চিত।’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, “এবার আর কেউ রক্ষা করতে পারবে না। বাংলায় পরিবর্তন আসছে।” বাংলায় এবার বিজেপি সরকার গড়বে। দীর্ঘশ্বাস নিয়ে তিনি বলেন, “ষষ্ঠ দফার ভোট এর পরেই বোঝা গিয়েছে ২২৩ টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে এসে পৌঁছেছে ১৬০ টি আসন। আর অষ্টম দফায় সেই সংখ্যাকে অমিত শাহের দেওয়া ডাক অনুযায়ী ২২০ তে নিয়ে যেতে হবে।”
দিলীপ ঘোষ মমতা কে উদ্দেশ্য করে বলেন,” উনি এখন ভোট প্রচারের ময়দানে দাঁড়িয়ে পুলিশকে ধমকাচ্ছেন। তৃণমূল নেত্রী’ বলছেন, নির্বাচন কমিশন চলে গেলে দেখে নেবেন।” তৃণমূল নেত্রীর এমন মন্তব্যকে ঘিরে দীলিপবাবু জানান, “আগামী ২’রা মে-এর পর নির্বাচন কমিশনের সাথে সাথে উনিও তো চলে যাবেন। তখন কে কাকে দেখবেন?”
দিলীপবাবু আরও বলেন, “এই সমস্ত ধমকানিতে মানুষ আর ভয় পায় না এবং ধমকানি দিয়েও আর কোনো কাজ হবে না।” তৃণমূল আশ্রিত গুন্ডাদের কে নিশানা করে তিনি বলেন, “এতদিন যা করেছ করেছ। এবার সবাই ভদ্র লোক হয়ে যাও। নাহলে দুষ্কৃতী থেকে পুলিশ, আর পুলিশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে কেউ বাঁচাতে পারবে না।”