লিওনেল মেসি, আর্জেন্টিনা, Lionel Messi, Argentina, Super ballon d'or
Lionel Messi: স্বপ্নের সুপার ব্যালন ডি’অর(Super Ballon d'or) জেতার দৌড়ে মেসি | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ– ফুটবল ক্যারিয়ার এমন কোন ট্রফি নেই আর এমন কোন পুরস্কার নেই যেটি লিওনেল মেসি জেতেননি। সঙ্গে জয় করেছেন কোটি কোটি ফুটবল ভক্তদের মন। গত রবিবার দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছেন লিওনেল মেসি। তাই এবারের ব্যালন ডি’অর পুরস্কার জেতার দৌড়ে সব থেকে এগিয়ে এই রয়েছেন তারকা। শুধু তাই নয় এইবার তার ঝুলিতে যুক্ত হতে পারে এক নতুন বিশেষ পুরষ্কার। ফুটবল ক্যারিয়ারের অন্যতম বিশেষ অর্জন সুপার ব্যালন ডি’অর (Super Ballon d’or) জিততে পারেন এই সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

তার ট্রফি ক্যাবিনেটে একটিমাত্র জায়গা খালি ছিল, সেটা বিশ্বকাপ। তবে এই বছর ইতিহাস তৈরি করে আর্জেন্টিনাকে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি । বিশ্বকাপের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার । তাই এবারের সুপার ব্যালন ডি’অর(Super Ballon d’or) পুরস্কার জেতার দাবিদার এই আর্জেন্টাইন অধিনায়ক।

লিওনেল মেসি, আর্জেন্টিনা, Lionel Messi, Argentina, Super ballon d'or
Lionel Messi: স্বপ্নের সুপার ব্যালন ডি’অর (Super Ballon d’or) জেতার দৌড়ে মেসি | ছবি – সংগৃহীত

ফুটবলের ইতিহাসে এখনো পর্যন্ত সুপার ব্যালন ডি’অর (Super Ballon d’or) জিতেছেন একটি মাত্র খেলোয়াড়। ১৯৮৯ সালে সুপার ব্যালন ডি’অর পুরস্কারের সম্মান পেয়েছেন রিয়াল মাদ্রিদ এর কিংবদন্তি খেলোয়াড় আলফ্রেডো ডি স্টেফানো। রিয়াল মাদ্রিদ এর হয় তিনি গোল করেছেন মোট ৩০৮টি এবং ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে পাঁচটি ইউরোপিয়ান কাপ জয় ভূমিকা রয়েছে। তার ১৯৫৭ এবং ১৯৫৯ দুবার ব্যালন ডি’অর পুরস্কার জেতার কীর্তি রয়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম অবদানের জন্য ফ্রান্স ফুটবল ম্যাগাজিনে ৩০তম বার্ষিকী উপলক্ষে সুপার ব্যালন ডি’অর পুরস্কার তাকে দেওয়া হয় তাকে।

ফুটবলের ইতিহাসে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ এর হয় ডি স্টেফানো জিতেছেন একটি মাত্র সুপার ব্যালন ডি’অর। তারপর এই পুরস্কার ওঠেনি কারণ হাতেই। কিন্তু এইবার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে নিয়ে শুরু হয়েছে জল্পনা । কারণ ফুটবল ইতিহাসে এমন কোন খেতাব নেই যেটি লিওনেল মেসির জেতেননি, এমন কোন নজির নেই যেটি লিওনেল মেসি ভাঙেননি ।

সাত বারের ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন লিওনেল মেসিই গ্রহের একটি মাত্র খেলোয়াড় যিনি দুইবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় এবং তিনবার ইউরোপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন । এবারের বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০১৪ বিশ্বকাপ এবং এই বছর বিশ্বকাপে মত দু’বার গোল্ডেন বল জিতেছেন এই তারকা। বার্সেলোনার হয়ে জিতেছেন চারবার চ্যাম্পিয়নস লিগ। গতবছর জিতেছেন কোপা আমেরিকা। তাতেও তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন। তাই ফুটবল বিশেষজ্ঞেরদের মতে এই বিশেষ পুরস্কার প্রাপ্ত এই আর্জেন্টাইন তারকার।