পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ– বিশ্বকাপে শেষ পর্যন্ত জয় পেল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে লজ্জাজনক হারের পর অবশেষে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ বাচিয়ে রাখলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দু’টি গোল লিওনেল মেসি এবং এনজ়ো ফের্নান্দেসের। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে মেসি বাহিনী। তবে রাউন্ড অফ সিক্সটিন এখনো নিশ্চিত হয়নি। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে মেসিদের।
যতবার দেশের তাকে প্রয়োজন হয়েছে ততোবারই মেসি এগিয়ে এসেছেন। ২০১৮ বিশ্বকাপে এরকমই এক মরণ-বাঁচন এর ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও দলের প্রথম হয়ে গোল এসেছিল মেসির পা থেকেই। এইবারের বিশ্বকাপেও সৌদি আরবের বিপক্ষে প্রথম গোলটি আসে মেসির থেকে। মেক্সিকোর বিপক্ষেও প্রথম গোলটি করেন তিনি। জোনাল মার্কিং এর মাঝে সামান্য ফাঁক পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পায়ের জঙ্গলের মধ্যে থেকে নিচু গড়ানো শট জালে বল জড়িয়ে দিলেন তিনি।
এর ম্যাচে জয়ের লক্ষ্যে দলে পাঁচটি পরিবর্তন করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। শুরুটা বেশ দুর্দান্ত করেছিল আর্জেন্টাইন দল। ম্যাচের প্রথমার্ধ থেকেই বল নিয়ন্ত্রণে ছিল স্কালোনির ছেলেদের। দলের তরুণদের দেখে মনে হচ্ছিল বাড়তি শক্তি দিয়েই ম্যাচ খেলতে নেমেছে তারা। তবে কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে শুরু করে মেক্সিকো। দুই বার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। সেই সময় প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবল দেখে রক্ষণ নিয়ে বেশি সতর্ক হয়ে পড়ে আর্জেন্টাইন দল।
বলের দখল রাখতে সমস্যা হচ্ছিল আর্জেন্টাইন দলের। কারণ হাই-প্রেসিং ফুটবল খেলছিল মেক্সিকো। বল পেলেই আক্রমণে উঠে যাচ্ছিল। কিন্তু সামনের দিকে মেসির পায়ে বল পেতেই তাকে ঘিরে ধরেছিল মেক্সিকোর রক্ষণভাগ। প্রথমার্ধের খেলা শেষ দিকে বক্সের সামনে ফ্রি-কিক পেয়েছিল মেক্সিকো। এ্যালেক্সিস ভেগাসের দুর্দান্ত শর্ট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো। অল্পের জন্য রক্ষা পায় আর্জেন্টিনা। গোটা ম্যাচেই মেসিকে জোনাল মার্কিংএ রাখা হয়, তিনি বল পেলেই তেড়ে যাচ্ছিলেন বিপক্ষের জনা তিনেক খেলোয়াড় ম্যাচের প্রথমার্ধে একাধিকবার আক্রমণ তুলেও গোলের মুখ দেখতে পারেনি আর্জেন্টিনা।
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ ভালো সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বক্সের সামনে মেসিকে ফাউল করেন গুটিয়েরেস। নিজের পছন্দের জায়গায় ফ্রি কিক পেয়েছিলেন মেসি। তবে ফ্রি কিকটি বাইরে মারেন তিনি। বিধি-বাম, ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে একটি দুর্দান্ত গোল করে তার দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। ডান দিক থেকে ডি মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। বাঁ পায়ের গড়ানো শটে পরাস্ত হন গোলকিপার ওচোয়া। পরের দশ মিনিট আক্রমণের ঝড় তুলে আনে আর্জেন্টিনা। আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। তবে মেসি ছাড়া আর কোন খেলোয়াড়ই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিলেন না। ফলে গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। তবে ৮৭ মিনিটে মেক্সিকোর রক্ষণভাগের মাঝখান থেকে গোলের কোণ দিয়ে বল জালে জড়ালেন এনসো ফার্নান্ডেজ। ওই গোলই আর্জেন্টিনার জয় নিশ্চিত করে দিল।
মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা তিন পয়েন্ট পেলেও গ্রুপ স্টেজ থেকে শেষ ষোলয় জেতে হলে আগামী ম্যাচে পোল্যান্ডকে হারাতে হবে মেসিদের।