লিওনেল মেসি, আর্জেন্টিনা, lionel messi, argentina, বাংলাদেশ, bangladesh

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এবছর বাংলাদেশে আসতে চলেছেন লিওনেল মেসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন জানিয়ে দিলেন আগামী জুন মাসে ঢাকায় আসতে পারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল।

এর আগে ২০১১ সালে উপমহাদেশে খেলতে এসেছিল মেসি বাহিনী। ভেনেজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্টলেক এর যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলতে নেমেছিল মেসিরা এবং কলকাতার পর তারা ঢাকায় খেলেছিল নাইজেরিয়ার বিরুদ্ধে। সাবেক বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশীয়দের আর্জেন্টাইন প্রেম দেখে মুগ্ধ হয়ে বিশ্বকাপ জয়ের পর ফের বাংলাদেশের মাটিতে আসতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু এখনও বাংলাদেশে এসে আর্জেন্টিনা কোন দেশের বিপক্ষে খেলবে তা নিশ্চিত হয়নি।

বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, “আর্জেন্টিনার বাংলাদেশে আসা অনেকটাই নিশ্চিত। কয়েকটি বিষয়ের উপর এখন আলোচনা চলছে, সেগুলো চূড়ান্ত হয়ে গেলেই জুন মাসেই আসবে আর্জেন্টিনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে সেই খেলা। ইতিমধ্যে সেই স্টেডিয়ামের কর্তৃপক্ষদের জানানো হয়ে গিয়েছে সবকিছু। তবে আর্জেন্টিনা কোন দেশের বিপক্ষে মুখোমুখি হতে চলেছে সেই বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। আর্জেন্টিনার পক্ষ থেকে আমাদের কিছু নাম পাঠানো হবে। তারপরে ঠিক করা হবে কোন দেশের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।”

২০১১ তে শেষবারের মতো কলকাতায় এসেছিলেন আর্জেন্টাইন দল। সেই ম্যাচেই অধিনায়ক হিসেবে অভিষেক করেছিলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি গোল না করতে পারলেও কর্নার থেকে তার বাড়ানো বল ভেনেজুয়েলার জালে জড়িয়ে ছিলেন নিকোলাস ওটামেন্ডি।

সেই ম্যাচে স্টেডিয়ামে দর্শক সংখ্যা ছিল ৮৫ হাজার। মেসি গোলের দেখা না পেলেও গোটা মাঠ জুড়ে পায়ের জাদু দেখিয়েছিল কলকাতার ফুটবলপ্রেমীদের। মন ভরে উপভোগ করতে পেরেছিল স্টেডিয়ামে থাকা সমস্ত ফুটবল ভক্তরা। তবে বিশ্বকাপ জেতার পর বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফের পেতে চলেছে এই সুযোগ। এর আগে ঢাকায় খেলতে আসার সময় আর্জেন্টিনা বিশ্বজয়ী দল ছিল না। তবে এবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবং অধিনায়ক মেসিকে নিজের মাটিতে পাবে বাংলাদেশ।