পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- সৌদি আরবের ক্লাব আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করার পর ফুটবলপ্রেমীদের মনে জন্ম নিয়েছে এক নতুন আশঙ্কা। হয়তো লিওনেল মেসির বিরুদ্ধে আর কখনোই খেলতে দেখা যাবে না সি আর সেভেনকে। তবে ইতিমধ্যেই উঠেছে এক চাঞ্চল্যকর তথ্য। ২০২৩ এর প্রথম মাসেই হতে পারে মেসি বনাম রোনাল্ডো। কবে কোথায় হবে সেই লড়াই ?
ফরাসি সংবাদ মাধ্যমে জানা গিয়েছে এই মাসের ১৯ তারিখ মুখোমুখি হতে পারে রোনাল্ডো এবং মেসি। মৌসুমের মাঝে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে পিএসজির। আল নাসের এবং আল হিলালের দলের খেলোয়ারদের নিয়ে একাদশ গড়া হবে।
ইতিমধ্যে রোনাল্ডো সই করে ফেলেছেন আল নাসের ক্লাবের হয়ে। তাই দলে থাকার সম্ভাবনা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এছাড়া এই ধরনের ম্যাচে দলের সেরাটাই নামাতে চাইবেন কোচ। তাছাড়া মেসি রোনাল্ডো একে অপরের বিরুদ্ধে মাঠে নামলে সেটি সৌদির ফুটবলের জন্য হবে একটি বড় বিজ্ঞাপন।
ইউরোপিয়ান ফুটবলের মায়া কাটিয়ে বেরিয়ে এসেছেন রোনাল্ডো। পর্তুগালের স্পোর্টিং ক্লাব লিসবন থেকে শুরু হয় তার ফুটবলের জীবন। তারপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ফের ম্যান ইউনাইটেড। অবশেষে ৩৮ বছর বয়সে তিনি আসলেন এশিয়ান ফুটবলে।
ইউরোপের মতই এশিয়ার সর্বোচ্চ স্তরে সবচেয়ে বড় প্রতিযোগিতা হল এফসি চ্যাম্পিয়নস লিগ। তবে সেই খেলায় এই বছর যোগ্যতা অর্জন করতে পারেনি আল নাসের। সমর্থকরা পরেরবার যোগ্যতা অর্জনের জন্য তাকিয়ে থাকবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর। এই মুহূর্তে সৌদি আরবের ঘরোয়া লিগের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।