ronaldo vs messi, Cristiano Ronaldo, Lionel Messi, PSG vs Saudi xi
আজ মরু দেশে লড়াই মেসি বনাম রোনাল্ডো, জেনে নিন কখন কিভাবে দেখা যাবে এই ম্যাচ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অবশেষে অপেক্ষার অবসান ঘটলো ফুটবল ভক্তদের। শেষ পর্যন্ত সৌদি আরবের মাটিতে মুখোমুখি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। পিএসজি এর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আল নাসের এবং আল হিলালের সম্মিলিত একাদশ। প্রায় আড়াই বছর পর আবার মাঠে একে অপরের বিরুদ্ধে নামতে চলেছেন রোনাল্ডো এবং মেসি। তবে শুধু তাই নয়, খেলতে দেখা যেতে পারে নেইমার এবং এমবাপ্পেকেও। তাই স্বাভাবিকভাবে ভারত এবং বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে এই ম্যাচটি নিয়ে রয়েছে বিশেষ উত্তেজনা। তাহলে কিভাবে দেখবেন এই ম্যাচ ? আসুন জেনে নেওয়া যাক –

সৌদি আরবে এসে আল নাসেরে সই করার পর এখনো একটিও ম্যাচ খেলতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থাকার সময় বিতর্কে জর্জরিত হয়ে দুটি ম্যাচ থেকে নির্বাসিত হয়েছিলেন তিনি। তবে প্রদর্শনী ম্যাচে নামতে কোন অসুবিধা হবে না রোনাল্ডোর। সৌদি ফুটবল সংস্থাও চাইছে যে রোনাল্ডো খেলুক। তাতে ম্যাচের উত্তেজনা আরো বেড়ে যাবে।

বিশ্বকাপ জেতার পর ক্লাবের হয়ে দুটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছেন লিওনেল মেসি। একটি ম্যাচে তার গোল এই জয় পেয়েছিল পিএসজি। সৌদি আরবে পৌঁছানোর আগে কাতারের দোহাতে অনুশীলন করেছে পিএসজি দল। বিশ্বকাপ জেতার পর এক মাস পরেই কাতারে গেলেন মেসি। তাই তাদের অনুশীলন দেখতে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় ৩০ হাজার ফুটবল ভক্তরা।

১৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচ।

কখন ম্যাচ শুরু ?

ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিট এবং বাংলাদেশী সময় রাত ১১ টার সময় খেলা শুরু হবে।

কোথায় দেখা যাবে এই খেলা ?

ভারত এবং বাংলাদেশের সরাসরি ভাবে কোন টিভি চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার করা হবে না। কিন্তু পিএসজি টিভি এবং পিএসজির ফেসবুক পেজ , ওয়ান ফুটবল অ্যাপে সরাসরি দেখা যাবে এই খেলা।