lionel messi, argentina, argentina world cup 2022, agrentina next round qualifications, লিওনেল মেসি, পোল্যান্ড, argentia vs poland
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ খেলবে মেসি-ডি মারিয়ারা, প্রতিপক্ষ শক্তিশালী পোল্যান্ড | ছবি - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলঃ- ২০২২ বিশ্বকাপে মেসিদের ভাগ্য নির্ভর করছে বুধবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ড ম্যাচের উপরেই। ম্যাচটি জিতলে রাউন্ড অফ সিক্সটিনে স্থান নিশ্চিত করবে আর্জেন্টিনা। ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো বনাম সৌদি আরবের ম্যাচের ফলাফলের উপর। অন্যদিকে, আর্জেন্টিনা যদি ম্যাচটি ড্র করে তাহলে এই গ্রুপের অন্য ম্যাচটি অর্থাৎ মেক্সিকো বনাব সৌদি আরব ম্যাচটি যদি অমীমাংসিত থেকে যায়, সেই ক্ষেত্রে শেষ ষোলোয় পৌঁছে যাবে মেসি বাহিনী। নয়তো, মেক্সিকোকে অন্ততপক্ষে দুই গোলের ব্যবধানে পরাজিত করতে হবে সৌদি আরবকে। আর হারলে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে যাবে লিওনেল মেসির।

আজ রাত ভারতীয় সময় ১২.৩০ এবং বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হতে চলেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এবং পোল্যান্ড। আবারো একটি মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামতে চলেছেন কিংবদন্তী মেসি। খেলার যে কোনো মুহূর্তে ম্যাচের রঙ পালটে দেওয়ার ক্ষমতা রাখেন এই ফুটবলার। গতকাল বিকেলে একটি সাংবাদিক বৈঠকে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে প্রশ্ন করা হয় আর্জেন্টিনার রক্ষণভাগ এ কি সেই শক্তি রয়েছে লেওয়ান্ডোস্কিকে আটকানোর ? আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, লেওয়ান্ডোস্কি বিশ্বের অন্যতম সেরা নম্বর নাইন। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তবে আমাদের ছেলেরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে আমাদের ভাগ্য। তাই ম্যাচটা জেতা ছাড়া অন্য কিছু ভাবছি না এখন আমরা।

লিসান্দ্রো মার্টিনেজ বললেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমরা সৌদি আরবের কাছে পরাজিত হয়ে শিক্ষা পেয়েছিলাম বলেই দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। বুধবার প্রতিপক্ষ পোল্যান্ডের বিরুদ্ধে সেই মানসিকতা ও রণকৌশল নিয়ে আমরা খেলতে নামব।

দু-ম্যাচ থেকে একটি জয় ও একটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে লেওয়ান্ডোস্কির পোল্যান্ড। আর্জেন্টিনা কোচের মতে বুধবারের ম্যাচে রক্ষণভাগ শক্তিশালী করেই খেলতে নামবে পোল্যান্ড দল। জানালেন, তারা আমাদের বিরুদ্ধে বেশি ঝুঁকি নেওয়ার চেষ্টা করবে না। অপেক্ষা করবে প্রতি আক্রমণের সুযোগের।

পোল্যান্ডের সাংবাদিকরা আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার একদিন আগেই ধরে নিয়েছে, জয় নিশ্চিত।  তবে ব্যতিক্রম পোলিশ কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচ। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে মেসিকে নিয়ে উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারলেন না তিনি। বললেন, মেসি বিশ্বসেরা ফুটবলার। আমি তার খুব বড় ভক্ত। বার্সেলোনার হয়ে যখন তিনি খেলতেন বহুবার তার খেলা দেখার জন্য আমি স্পেনে গিয়েছি। মেসির মতো শিল্পী ফুটবলারকে আটকানোর জন্য কোনও পরিকল্পনাই যথেষ্ট নয়, তবু আমাদের লক্ষ্য থাকবে যাতে ওর পায়ে যেন বল না যায়। পোল্যান্ডের এক সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, আর্জেন্টিনা তো সেইভাবে গোল করার সুযোগ তৈরি করতে পারছেনা। পোলিশ কোচ তাঁকে থামিয়ে বললেন, যেই দলে মেসি খেলেন সেই দলের খুব বেশি সুযোগ তৈরি করার প্রয়োজন হয় না, মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে সেটি প্রমাণ করেছেন তিনি।

এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে গ্রুপ শীর্ষে থাকার জন্য মরিয়া চেষ্টা করবে আর্জেন্টিনা। কারণ ম্যাচটি জিততে পারলেই রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত হয়ে যাবে তাদের। তাহলে অন্য কোন ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে না মেসি বাহিনী কে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ-

এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, মলিনা, লিসান্দ্র মার্টিনেজ,নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো দে পল, এলিক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্ডেজ , ডি মারিয়া , লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।