পশ্চিমবঙ্গ ডেস্কঃ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেলেও এই মুহূর্তে ময়দান ছেড়ে যাচ্ছে না বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বরাবর নিম্নচাপ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকেই এগিয়ে আসছে। যার কারণে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। এর ফলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ রবিবার, দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতার আকাশ জুড়ে হালকা মেঘাচ্ছন্ন ভাব থাকবে সারাদিন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে দুই একটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সারাদিন মেঘাচ্ছন্ন ভাব থাকার কারনে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। তবে আজ রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ২৪ পারগনা ও দক্ষিণ ২৪ পারগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন তান্ডব দেখাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।