weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
অবশেষে মিলবে স্বস্তি, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভ্যাপসা গরমে রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছে বঙ্গবাসী। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ পৌঁছেছে ৩৭ এর দোরগোড়ায়। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বিকালের দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। সকাল হতেই বঙ্গের আকাশজুড়ে অবস্থান করেছে ঘন কালো মেঘ। আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গে।

আজ শনিবার, বঙ্গের আকাশজুড়ে মেঘাচ্ছন্ন ভাব থাকলেও, দবদহ থেকে কোনরকম রেহাই পাওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গে বর্ষার আগমন ঘটেছে। যার ফলে দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়ির মত জেলাগুলিতে দেখা মিলছে প্রবল বৃষ্টি। তবে এখনো পর্যন্ত বৃষ্টির আগমন ঘটেনি দক্ষিণবঙ্গে।

আজ কলকাতার (Today Kolkata Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৬১ শতাংশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত কারণে অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।

আজ উত্তরবঙ্গের আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দাপট দেখানো শুরু করেছে বর্ষা।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ

অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষার আগমন ঘটেনি। তবে কবে বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গে ?