কলকাতা মেট্রো, kolkata metro , kolkata metro rail,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা মহামারীর জেরে বন্ধ করে দেওয়া হয় রেল ব্যবস্থা। কিছুটা স্বাভাবিক অবস্থায় আসলে পরবর্তীতে রেল ব্যবস্থা চালু করা হয়। তবে মেট্রো রেলে চালু করা হয়েছিল নতুন নিয়ম মেনে। নতুন নিয়মে ঘোষণা করা হয়েছিল যে সাধারণ মানুষ টোকেন সিস্টেমে আর মেট্রো রেলে উঠতে পারবেন না।

তবে এবার সাড়ে এগারো মাস পর টোকেন সিস্টেম ফিরিয়ে আনতে চলেছে মেট্রো। আগামী ১৫ ই মার্চ সোমবার থেকে ফের শুরু করা হচ্ছে মেট্রোরেলের টোকেন পরিষেবা। করোনা মহামারীর পর যাত্রী কম হলেও আস্তে আস্তে বাড়ছে যাত্রী। যাত্রীর কথা ভেবেই মেট্রো টোকন টিকিট ব্যবস্থা আনতে চলেছে মেট্রো সংস্থা। এছাড়াও মানুষের ভিড় এড়াতে ট্রেনের সংখ্যাও বাড়াবে মেট্রো।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর যাত্রীর আসা যাওয়া বেড়েছে। সাধারণ মানুষ কাজের জন্য মাসে এক দুবার মেট্রো চেপে গন্তব্যস্থলে যান। দুই একদিনের জন্য মাস্টার কার্ড ব্যবহার করা সম্ভব হয়ে ওঠেনা। এছাড়াও মেট্রো সূত্রে খবর, করোনা প্রকোপের ফলে হাতের সংস্পর্শ এড়াতে মাস্টারকার্ডের সুবিধা নিয়ে এসেছিল মেট্রো। তবে মাস্টার কার্ডের উপর জোর দেওয়া হলেও সফল হয়নি মাস্টারকার্ডের উদ্দেশ্য।

অনেকেই এই মাস্টার কার্ড কিনে যাতায়াত করবার পর স্টেশনে কার্ড জমা দিয়ে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে যাচ্ছিলেন। এর ফলে মেট্রো কর্তৃপক্ষের ঘাটতি পড়ছিল এক টাকা করে। এবার মেট্রো কর্তৃপক্ষের ঘাটতি এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই টোকন টিকিট সার্ভিস ফিরিয়ে আনতে চলেছে মেট্রো। টোকন টিকিট সার্ভিস চালু করতে প্রত্যেকটি স্টেশনে একটি করে টোকেন কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। টোকন টিকিটের চাহিদা বাড়লে পরবর্তীতে টোকেন কাউন্টারের সংখ্যাও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

যাত্রীর আনাগোনা বাড়ায় ট্রেনের সংখ্যাও বাড়াবে মেট্রো সংস্থা। উত্তর-দক্ষিনে মেট্রো ট্রেনের সংখ্যা বর্তমানে ২৪৪। আগামীকাল বুধবার তা বাড়িয়ে ২৫২ করা হবে। মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন করা হবে মেট্রোরেল এর সময়সীমা।

দিনের প্রথম মেট্রোরেল সকাল ৭ টার পরিবর্তে ৬:৫০ মিনিটে ছাড়া হবে এবং দিনের অন্তিম ট্রেন রাত ৯ টা ১৮ মিনিটের পরিবর্তে ৯ টা ২৮ মিনিটে ছাড়া হবে। জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ট্রেনের সংখ্যা বর্তমানে ৭৯ টি রয়েছে এবং সেটা আগামীকাল বাড়িয়ে ৮৭ টি করা হবে। দমদম থেকে দক্ষিণেশ্বর গামী ট্রেনের সংখ্যা বর্তমানে ৩ টি রয়েছে এবং সেটা  আগামীকাল বাড়িয়ে ৫ টি করা হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যা অবশ্য এখনও বাড়ায়নি মেট্রো রেল।