metro, kolkata metro time table, কলকাতা মেট্রো, কলকাতা মেট্রো সময়সূচি
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বদলে গেলো মেট্রো রেলের সময় সুচী। মেট্রো রেলের সময় সুচীতে বদল আনল কোলকাতা মেট্রো। করোনা পরিস্থিতিতে প্রায় এক বছর বন্ধ ছিল সমস্ত রেল এবং মেট্রো পরিষেবা। বর্তমানে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে কোলকাতা মেট্রো।

কোলকাতা মেট্রো রেল কর্তিপক্ষ জানিয়েছে যে, আগামী ১২ ই এপ্রিল অর্থাৎ সোমবার থেকে মেট্রো রেলের সময় সুচীতে বদল আনা হচ্ছে। সপ্তাহের শুরুতেই নতুন নির্দেশিকা লাগু হবে কোলকাতা মেট্রোতে। সেক্ষেত্রে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৫৮ টি ট্রেন চলবে বলে জানিয়েছে কোলকাতা মেট্রো। আপ লাইনে চলবে ১২৯ টি ট্রেন এবং ডাউন লাইনে চলবে ১২৯ টি ট্রেন।

শুধু আপ ডাউন নয় বদল এসেছে সময় সুচীতে। অর্থাৎ আপ এবং ডাউন দুই লাইনেই সকাল ৬ টা ৫০ মিনিটে চালু হবে প্রথম ট্রেন। আর শেষ মেট্রো ট্রেন ছাড়বে রাত ১০ টা ৩০ মিনিটে। ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা মেট্রো আগেই নিয়ম করে দিয়েছে যে মাস্ক না পরলে মেট্রোতে ওঠা যাবে না। মাস্ক না পরে মেট্রোতে উঠলেই ফাইন করা হবে ২০০ টাকা।

ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন সারা ভারতবর্ষে লকডাউন সম্পূর্ণভাবে সম্ভব নয়। এর মধ্যেই করণা সংক্রমণ না বাড়িয়ে কিভাবে মেট্রোরেল তাদের পরিষেবা দেবে তা এখন দেখার বিষয়। করোনাভাইরাস এর অবধি বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ যেন সচেতনতা নিয়ে দিন প্রতিদিন অযত্নশীল হয়ে পড়ছে।

যে সমস্ত মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন এবং বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন তাদেরকে করোনার দ্বিতীয় ঢেউ থেকে থেকে বাঁচতে আরো বেশি সচেতন হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।