metro rail, kolkata metro, east west metro, sealdah metro
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বহু অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ফুলবাগান থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম চাকা গড়াতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামীকাল অর্থাৎ শনিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ-র উদ্দেশ্যে ছুটবে প্রথম মেট্রো রেল। তবে মেট্রোরেল চললেও উঠবে না যাত্রী। আগামীকাল থেকে শুরু হতে চলেছে মেট্রো রেলের ট্রায়াল রান।

আগামীকাল সেক্টর ফাইভ থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম মেট্রোরেল চাকা গড়াবে। তার জন্য ইতিমধ্যে কাজের তোড়জোড় বাড়ানো হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সবকিছু যদি ঠিক থাকে এবং সিআরএস এর পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার পর চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে যাত্রীসহ সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহ-এর উদ্দেশ্যে মেট্রো চলাচল করবে।

metro rail, kolkata metro, east west metro,
ছবি – সংগৃহীত

এর আগে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল চলাচল করত। তবে ফুলবাগান বা সেক্টর ফাইভ এর সঙ্গে শিয়ালদহের কোন যোগাযোগ নেই। এছাড়াও ফুলবাগান থেকে শিয়ালদহের এর দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার। এই দূরত্বটাকে আরও কমিয়ে আনার জন্য মেট্রো পরিষেবা বাড়াতে তৎপর হয়ে পড়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ।

ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ কাজ শেষের পথে। সমস্ত কিছু সঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এর মেট্রো রেল, যাত্রী নিয়ে যাতায়াত শুরু করবে। জানা গিয়েছে, শিয়ালদহ থেকে এই মেট্রোরেল চালু হলে, শিয়ালদহ একটি অন্যতম জনবহুল মেট্রো স্টেশন হয়ে উঠতে পারে।

ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, বহু মানুষ কর্মরত, যার কারণে তাদেরকে ট্রেন পরিষেবা গ্রহণ করতে হয়। এক-এক দিনে লক্ষাধিক মানুষের আনাগোনা শিয়ালদাহ স্টেশনে। তবে সেক্টর ফাইভ এর সাথে শিয়ালদহের মেট্রো পরিষেবা চালু থাকলে আরও ভালো পরিষেবা পেতে পারে সাধারণ মানুষ। এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে বলেও মনে করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

metro rail, kolkata metro, east west metro,
ছবি – সংগৃহীত

জানা গিয়েছে, বহু মানুষের আনাগোনার কারণে শিয়ালদা মেট্রো স্টেশনে ৩০ টি টিকিট কাউন্টার বসানো হবে। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে ১৮ টি এসক্যালেটর থাকবে। এছাড়াও ৫ টি লিফট এবং ৯ টি সিড়ি থাকবে।

এই সাড়ে ৩ কিলোমিটার দূরত্বের মেট্রো রেল পরিষেবার মধ্যে থাকছে তিনটি স্টেশন। আপ-ডাউন লাইনের জন্য দুটি প্লাটফর্ম ছাড়াও একটি বিশেষ প্ল্যাটফর্ম থাকছে দুটি প্লাটফর্মের মধ্যবর্তী স্থানে। ওই বিশেষ প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে “আইল্যান্ড।”

এছাড়াও জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে মেট্রোরেলের দুইদিকেই দরজা খুলবে। যার ফলে পথযাত্রীদের ওঠানামা করতে সুবিধা হবে। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে বসানো হয়েছে প্ল্যাটফর্ম স্কিন ডোর। ফুল বাগান থেকে শিয়ালদহ পর্যন্ত যে মেট্রো রেল লাইন বিছানো হয়েছে, তা মাটি থেকে প্রায় সাড়ে ১৬ মিটার নিচে। ইতিমধ্যেই মেট্রোরেলের থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আগামী দুই মাস ধরে ট্রায়াল’ চলার পর সবকিছু ঠিক থাকলে। কমিশনের অফ রেলের সেফটির জন্য অনুমতি চাইবে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং তারা আশাবাদী চলতি বছরের ডিসেম্বর মাসের শেষেই শিয়ালদহ থেকে ফুলবাগান এর উদ্দেশ্যে মেট্রো পরিষেবা চালু হবে।