করোনা ভাইরাস, লকডাউন, পরিযায়ী শ্রমিক
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ বাড়ার সঙ্গে সঙ্গেই নিজেদের রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিক। গতবছর করোনাকালে লকডাউন এর জেরে দেশজুড়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল তা ভাবাচ্ছে শ্রমিকদের।

দিল্লির আনন্দ বিহার বাস স্ট্যান্ড থেকে গতকাল কিছু পরিযায়ী শ্রমিকদের তাদের পরিবার সমেত নিজ নিজ রাজ্যে ফিরে যেতে দেখা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন করোনা ভাইরাস যেভাবে বাড়ছে তাতে লকডাউন হবে তা প্রায় নিশ্চিত। তাই আমরা আগে থেকেই নিজের রাজ্যে ফিরে যেতে চাই।

সংবাদ সংস্থা এএনআই এর করা টুইটে তারা কিছু পরিযায়ী শ্রমিকদের ছবি তুলে ধরেছেন। ওই টুইটের মতে একজন শ্রমিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন “তিনি বাড়ি ফিরছেন। কারণ করোনা সংক্রমনের হার এতটাই বেড়েছে যে লকডাউন প্রায় নিশ্চিত।” এর থেকে বোঝা যাচ্ছে যে আগেরবার এর লকডাউনের ছবি এবারেও পরিযায়ী শ্রমিক দের চিন্তার মধ্যে রেখেছে।

ভারতে করোনাভাইরাস এর জেরে লকডাউনের পর থেকেই কয়েক মাস ধরে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। বিভিন্ন কর্মসংস্থান থেকে তাদের লকডাউন এরপর ছাঁটাই করা হয়। কিন্তু বাড়ি ফেরার পথ তাদের জন্য যথেষ্ট কষ্টকর হয়ে ওঠে বাস এবং ট্রেন পরিষেবা বন্ধ থাকার জন্য।

প্রচুর মানুষ হেঁটেই নিজের রাজ্যে ফিরে যান। অনেকে আবার নতুন সাইকেল কিনে একজোট হয়ে নিজ নিজ রাজ্যে ফিরে যান। তবে এবার এই পরিস্থিতি আসার আগেই রাজ্যে ফিরে যাচ্ছেন শ্রমিকরা।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বলে দিয়েছেন সম্পুর্ণ দেশে লকডাউন আর সম্ভব নয়। তবে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সম্পূর্ণ দেশে ফের লকডাউন হলে আশ্চর্য হওয়ার কিছু হবে না।