পরিযায়ী শ্রমিক,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দিন দিন বেড়েই চলেছে করোনার প্রকোপ। তাই এই দানব রূপী ব্যাধিকে আটকানোর জন্য সরকার নতুন নির্দেশ জারি করেছে। পরিযায়ী শ্রমিক এবং যেসব ব্যক্তিরা অন্য রাজ্য অথবা দূর থেকে যাত্রা করে আসছেন তাদের করোনা পরীক্ষা করা আবশ্যক। কিন্তু তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ডিব্রুগড় অব্দি বিবেক এক্সপ্রেস ট্রেনটি জাগি রোড স্টেশনে পৌঁছাতেই করোনা পরীক্ষার ভয়ে পালিয়ে গেলেন যাত্রীরা।

সম্প্রতি বিভিন্ন রাজ্যে লকডাউন জারি হয়েছে। তাই ওইসব ট্রেন যাত্রীরা তাদের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সূত্রের খবর, তামিলনাড়ু থেকে কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে অসমে আসা ওই ট্রেনে অধিকাংশ যাত্রীই পরিযায়ী শ্রমিক ছিলেন।

করোনা সংক্রমণ এবং তার পরীক্ষা নিয়ে এইসব পরিযায়ী শ্রমিকদের মধ্যে যথেষ্ট অসচেতনতা এবং ভুল ধারণা রয়েছে। সেই কারণেই তারা করোনা পরীক্ষার ভয়ে পালিয়ে যান স্টেশন চত্বর থেকে।

এর আগেও এই ধরনের দৃশ্য মানুষের চোখে ধরা পড়েছে। বিহারে গতমাসে ঠিক এরকমই একটা ঘটনা ঘটতে দেখা যায়। সেখানেও অন্যত্র থেকে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত সঠিক তথ্য না থাকায় তারাও পরীক্ষা করার ভয়ে পালিয়ে যায়।

অসমে করোনা আক্রান্তের সংখ্যা ৩.৬৫ লক্ষের ঊর্ধ্বে চলে গিয়েছে। কাজেই এই পরিস্থিতি কড়া হাতে দমন করার জন্য অসমে আগত ট্রেন যাত্রীদের মধ্যে করোনা পরীক্ষা আবশ্যক করা হয়েছে। কিন্তু অনেকেই পুলিশ এবং রেল আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ট্রেন থেকে নেমে যাত্রীদের দেখা যায় তারা করোনা পরীক্ষার বুথ এড়িয়ে পালিয়ে যাচ্ছে।