মিমি চক্রবর্তী, mimi chakraborty
ছবি - সংগৃহীত

ওয়েব ডেস্কঃ- তিনি অভিনেত্রী, তিনি সাংসদ এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত গায়িকা। এখানে বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা বলা হয়েছে। জীবনের বিভিন্ন কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই নিজের গাওয়া গানের অ্যালবাম বার করে ফেলেছেন তিনি।

ফের একটি নতুন মিউজিক অ্যালবামের ভিডিও শুটিং-এ ব্যস্ত বাংলার অভিনেত্রী। সম্প্রতি নতুন মিউজিক ভিডিও শুটিং সংক্রান্ত একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ভিডিও পোস্ট-এ মিমি মজা করে লেখেন, “ড্রন (এক ধরনের ক্যামেরা, যেটা ওরে নির্দিষ্ট শব্দ করে) যেটা কিনা আমার কাছে ট্রু ট্রু ট্রু ট্রু”।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

এর আগে মিমির গলায় একটি রবীন্দ্র সংগীত-এর মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছিল – “আমার পরান যাহা চায়”। কোভিড-19-এর নিয়ম নিষেধ মেনে লকডাউনের পর কলকাতার রাজারহাটে এই গানটির শুট করেছিলেন তিনি। সূত্র দ্বারা জানা গিয়েছে, আবারও একবার ফ্যানেরা তার গলায় শুনতে পারবে আরো একটি রবীন্দ্রসঙ্গীত।

ইতিমধ্যে একটি ভিডিও-র মাধ্যমে মিমি ফ্যানদের জিজ্ঞাসা করেছিলেন, “আপনারা কি অনুমান করতে পারেন যে আমরা কোথায় যাচ্ছি? পাঁচটি সঠিক উত্তর থেকে একজনকে আমি পাল্টা উত্তর দেব এবং আমার ইনস্টাগ্রাম স্টোরি’তে ট্যাগ করা হবে”। ইনস্টাগ্রামে তার এই পোস্ট বিশেষ আলোড়ন ফেলে এবং কয়েকজন অনুরাগীদের কমেন্টের উত্তর করেছেন মিমি।

আগের বারের মত এবারেও সব ধরনের নিয়ম নিষেধাজ্ঞা মেনেই শুট করলেন টলি অভিনেত্রী।