পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা ভাইরাস-এর দ্বিতীয় ঢেউ এর প্রভাবে নাজেহাল অবস্থা দেশের। এমনই পরিস্থিতির মধ্য দিয়ে নিখোঁজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী আশ্চর্যজনক বিষয় ! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আবার নিখোঁজ হতে পারে ?
হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবার নিখোঁজ। গত বুধবার দিল্লি পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হলো সে বিষয়ে। তবে অনেকের আবার বলছেন, টিভির পর্দায় ও নিজের দপ্তরে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাহলে কি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হতে পারে ? দিল্লি পুলিশের কাছে ‘মিসিং ডায়েরি’ করতে গিয়ে একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক নাগেশ কারিআপ্পা।
নাগেশ কারিআপ্পা অমিত শাহ-এর বিরুদ্ধে ‘মিসিং ডায়েরি’ করেছেন। পুলিশের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, মহামারী করোনা মোকাবিলায় যেখানে রাজনৈতিক নেতাদের দেশের সাধারণ মানুষের সেবা করা উচিত এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সেই সময় রাজ্যের বড় বড় রাজনৈতিক নেতাদের কোথাও বিন্দুমাত্র নজরে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ রাজ্যপাল: “প্রয়োজনে নিজের বুকে গুলি খেতেও প্রস্তুত আমি, কোথায় গেল মানবাধিকার সংগঠনগুলি ? “
এনএসইউআই (NSUI) সাধারণ সম্পাদক নাগেশ কারিয়াপ্পার মতে, রাজনৈতিক বড় বড় নেতাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সেবা করা। সাধারন মানুষের দুঃখে যেন সবসময় তারা সাহায্য পায়। তবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেখানে প্রধানমন্ত্রীর পরে বিশেষ দায়িত্বপূর্ণ আসনটি হল স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই স্বরাষ্ট্রমন্ত্রী কেই এই কঠিন পরিস্থিতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জাতীয় সম্পাদক ও মুখপাত্র লোকেশ সুঘ জানিয়েছেন, “২০১৩ সাল পর্যন্ত রাজনীতিবিদদের দেখা যেত সাধারণ নাগরিকদের দায়িত্ব নিতে। কিন্তু ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সে সবকিছুই বদলে গিয়েছে। এখন প্রশাসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অতিমারির সময়ে নিখোঁজ।”
এনএসইউআই (NSUI) এর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘করোনা পরিস্থিতির জন্য দেশ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার যাতে দেশের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায়, আমরা প্রত্যেকেই তা চাইছি। দেশের প্রত্যেকটি মানুষের কাছে সরকারকে উত্তর দিতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোদী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই এই ‘নিখোঁজ’ রিপোর্ট দায়ের করা হয়েছে। আমরা চাই সরকার সামনে এসে নিজের পক্ষ রাখুক।’
আরও পড়ুনঃ আশ্চর্যজনক ঘটনা, নদীর তীরে বালি চাপা অবস্থায় মিলল ১০০-র বেশি মৃতদেহ
এদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ ছিল ‘অমিত শাহ মিসিং’। #AmitShahMissing বলে প্রায় পাঁচ হাজার টুইটার ইউজার টুইট করেন। তারপরই দিনভর ‘অমিত শাহ মিসিং’ টুইট চলতে থাকে।
https://twitter.com/SFIRajasthan/status/1392563168682004485