malda, school girl
চুল কেটে নেওয়ার অভিযোগে কাঠগড়ায় মিশন কর্তৃপক্ষ, আজব ঘটনা মালদার মিশনে | প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এক আজব ঘটনা দেখা মিলল মালদার এক মিশনে। মিশনের এক ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওই মিশনের অন্য এক ছাত্রীর। জোর করে চুল কেটে নেওয়ার অভিযোগ ওই কিশোরীর। এই ঘটনার জেরেই আতঙ্কিত ওই আবাসিক স্কুলের কিশোরী।

জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের লক্ষীপুরে বেসরকারি উচ্চ মাধ্যমিক আবাসিক স্কুলে। ওই কিশোরীর অভিযোগ সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তার কাটা চুল পড়ে রয়েছে। তবে কে করেছে প্রথমে বুঝতে পারেনি ওই কিশোরী। তবে পরে জানা যায় এই কাজটি কে করেছে।

এই ঘটনা প্রসঙ্গে ওই কিশোরী জানিয়েছেন, তার সাথে একদিন আগেই ওই আবাসিক স্কুলের একটি কিশোরীর সাথে ঝামেলা হয়। আর সেই ঝামেলাতেই তার ওপর রাগ করে তার চুল কেটে নেয় বলে অভিযোগ ওই কিশোরীর। তবে শুধু তারই যে চুল কেটেছে তা নয়, ওই আবাসিক স্কুলের অনেক মেয়েরই চুল কেটেছে বলে জানিয়েছে ওই কিশোরী। তবে তার চুল বেশি পরিমাণে কেটেছে বলে অভিযোগ জানিয়েছে আবাসিক স্কুলের ওই কিশোরী।

তবে অন্যদিকে, অভিযোগ ওঠে এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই স্কুল কর্তৃপক্ষ। এমনকি পার্লারে নিয়ে গিয়ে ওই কিশোরীর চুল কেটে স্বাভাবিক করার চেষ্টাও হয়েছিল বলে জানিয়েছে ওই কিশোরী। ফলে স্কুল কর্তৃপক্ষকেও কাঠগোড়ায় দাঁড় করায় কিশোরী।

এছাড়াও, চুল কাটা কিশোরীর অভিযোগ শুধু ওই কিশোরীর নয়, তার সাথে তার সঙ্গী রাও ওই স্কুলের অন্যান্য মেয়েদের উপর এই ধরনের দুর্ব্যবহার এবং নির্যাতন করছে। তবে এই বিষয়টিকে পুরোটাই চেপে দেওয়ার চেষ্টা করেছিল স্কুল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করেছে ওই কিশোরী। এরপর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরী।