মিঠুন চক্রবর্তী, mithun chakraborty, BJP,
ছবিঃ- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের আগেই মাথাব্যথা বঙ্গবাসীর। রাজ্যের আসন্ন মুখ্যমন্ত্রী পদে এমএলএ ফাটাকেষ্ট কিনা তা নিয়েই চিন্তিত ছিলেন। কিন্তু নির্বাচনের প্রার্থী না হওয়ায় জল্পনা কমেছে অনেক।

মেগাস্টার মিঠুন চক্রবর্তী ওরফে এমএলএ ফাটাকেষ্টকে পাঁচ বছর পর আবার ময়দানে খেলতে দেখা যাচ্ছে। তিনি ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে মাঠে নেমেছিলেন। ঠিক পাঁচ বছর পর ২০২১ এর বিধানসভা ভোটের আগেই তিনি বিজেপির হয়ে মাঠে নেমেছেন।

২০২১ এর মোদির ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চে উপস্থিত হয়ে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, ”আমি জলঢোঁড়াও নই, বেলেবেড়াও নই,  জাত গোখরো এক ছোবলেই ছবি”।

এমএলএ ফাটাকেষ্টোর বড় পর্দার সেই ডায়লগ ব্রিগেড সমাবেশে দেওয়ার পর থেকেই রাজ্যজুড়ে একটাই ঝড়। বাংলার আসন্ন মুখ্যমন্ত্রী কি মিঠুন চক্রবর্তী? তিনি ভোটে না দাঁড়িয়ে বঙ্গবাসী কে পরিষ্কার বুঝিয়ে দিলেন আসন্ন মুখ্যমন্ত্রী তিনি নন। তবে তিনি ভোটে দাঁড়াননি তবে কিন্তু ময়দানে সেঞ্চুরি মারতে নেমেছেন।

সবার প্রিয় মিঠুন দা আজ থেকেই বিজেপির হয়ে ভোট প্রচার শুরু করবেন। জানা গিয়েছে তিনি আজ রোড শো করবেন। কোথায় করবেন রোড শো? আজ তিনি ভোট প্রচারে রোড শো করবেন বাঁকুড়া,পুরুলিয়,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।

এমএলএ ফাটাকেষ্ট প্রথমেই রোড শো করবেন বাঁকুড়াতে সেখানে পৌঁছাবেন তিনি হেলিকপ্টারে করে। বাঁকুড়াতে রোড শো শেষ করে হেলিকপ্টারে করে যাবেন পুরুলিয়া। এরপর সেখান থেকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করার পর সর্বশেষে যাবেন ঝাড়গ্রামে রোড শো করতে। আজকের দিনে তিনি এই চারটি জেলাতেই রোড শো করবেন বলে জানা গিয়েছে।