raj chakraborty, রাজ চক্রবর্তী, করোনা ভাইরাস,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরেই একে একে তাঁর মন্ত্রী সভার সকল সদ্যস্যরা যেমন নিজ নিজ পদে শপথ গ্রহণ করেছেন তেমনই তৃণমূলের বিধায়করাও বুঝে নিয়েছেন নিজ নিজ দায়িত্ব। এবারে সেই দায়িত্ব পালনে এক ধাপ এগিয়ে গেলেন টিটাগড়ের জয়ী বিধায়ক তথা রাজ চক্রবরতী।

যদিও ভোটের আগে অনেকেই রাজ চক্রবর্তীর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু ভোটে জিতেই নিজের দায়িত্ব সুন্দর ভাবে পালন করে চলেছেন বিধায়ক রাজ চক্রবর্তী। তৃণমূলের এই তারকা বিধায়ক ব্যারাকপুর এবং তৎসংলগ্ন এলাকার মানুষদের জন্য ব্যারাকপুর স্টেডিয়ামে মিনি কোভিড হাসপাতাল চালু করার কাজে হাত দিয়ে দিয়েছেন।

এছাড়াও তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তীর হাত ধরেই টিটাগড়ে চালু হয়ে গেলো ৩০ শয্যার একটি কোভিড সেফ হোম। বুধবারই নিজের হাতে সেই সেফ হোমের উদ্বোধন করেন তিনি। এখানে রয়েছে মোট ৩০ টি বেড। যেখানে পুরুষদের জন্য আছে ২০ টি এবং মহিলাদের জন্য আছে ১০ টি।

এছাড়াও থাকছে ২৪ ঘণ্টা অক্সিজেন এবং অ্যাম্বুলেন্স পরিষেবা। থাকছেন ডাক্তার এবং নার্স। এছাড়া কোভিড রুগীদের সেখানে খওয়া দাওয়া দেওয়া হবে বলে জানানো হচ্ছে।

এই মুহূর্তে সারা রাজ্যের মধ্যে কোলকাতার সাথে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর ২৪ পরগনায়। এক্ষেত্রে করোনা ভাইরাস মোকাবিলায় যেটুকু পদক্ষেপই নেওয়া হক না কেন সেটাই অনেক বলে মনে করছেন সাধারণ মানুষ।