নরেন্দ্র মোদি, শেখ হাসিনা, মৈত্রী সেতু
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় বানাতে উদ্বোধন কার্য সম্পাদিত হলো ভারত এবং বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর। এই প্রথমবার ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনও সেতু নির্মিত হল। এই সেতুর দৈর্ঘ্য প্রায় ১.৯ কিলোমিটার।

মৈত্রী সেতুটি বাংলাদেশে অবস্থিত রামগড়ের সাথে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার সাবরুমে্র সাথে সংযুক্ত হয়েছে। মঙ্গলবার বেলা বারোটার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর সাহায্যে মৈত্রী সেতুর উদ্বোধন কার্য সম্পাদন করেন।

এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের জন্য নতুন কিছু প্রকল্পের শিলান্যাস করেছেন। মৈত্রী সেতু তৈরির ফলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে কম সময়ে এবং দ্রুত ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হবে। এই সেতু অনেক হারে ভারতের ব্যবসায়ীক উন্নতি সাধনে সাহায্য করবে।

সেতু তৈরির দায়িত্ব ছিল ভারতের ন্যাশনাল হাইওয়েস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে। ভারত এবং বাংলাদেশের সংযোগ স্থাপনের জন্য তৈরি মৈত্রী সেতুটি নির্মাণে প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই সেতুটি দ্বারা ভারতবর্ষ-এর বাণিজ্য লাভ দায়ক হবে।