পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– দেশের প্রধানমন্ত্রী নাকি ভয় পান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এমনই বিস্ফোরক দাবি করতে শোনা গেল লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। হিমাচল প্রদেশের ভোটের ফল প্রকাশের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। যদিও গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে, কিন্তু হিমাচল প্রদেশ, দিল্লি ও অন্যান্য উপনির্বাচন গুলিতে বিজেপির হারের পর নিজের বক্তব্য ব্যক্ত করতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “মোদি জাদু শেষ হতে চলেছে ৷ এই ভোটের ফল থেকে শিক্ষা নেওয়া উচিত বিজেপির ৷”
গত বৃহস্পতিবার গুজরাট হিমাচল প্রদেশ সহ আরো ছয়টি উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এদের মধ্যে গুজরাটে রেকর্ড সংখ্যক আসন পেয়ে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। কিন্তু তার পাশাপাশি হিমাচল প্রদেশে শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির।
ফল প্রকাশের পরদিন অর্থাৎ আজ লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, “যদিও প্রধানমন্ত্রী মোদি গুজরাতে জিতেছেন, কিন্তু তাঁরা (বিজেপি) উপনির্বাচনের পাশাপাশি দিল্লি ও হিমাচল প্রদেশে হেরেছেন। গুজরাতে উন্নয়নের কাজ সত্ত্বেও তিনি ঘরে ঘরে প্রচার ও মেরুকরণ করেছেন। প্রধানমন্ত্রী মোদি রাহুল গান্ধিকে ভয় পেয়েছেন ৷”
শুধু ভোটের ফলাফলই নয় আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নিয়েও অধীর বাবু দেশের প্রধানমন্ত্রীকে নিশানা করেন। মূলত চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে তাকে মন্তব্য করতে শোনা যায়।
এদিন কেন্দ্রকে নিশানা করে অধীর চৌধুরী বলেন, “চিনা সেনাবাহিনী লাদাখে অনুপ্রবেশ করেছে এবং আবাসন-সহ ২০০ টিরও বেশি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। এখন আমাদের সেনাবাহিনীকে দূরবর্তী এলাকায় টহল দিতে দেওয়া হয় না। এভাবে চলতে থাকলে সিয়াচেন হিমবাহের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। জি ২০ এর কথা উল্লেখ না করে সরকারের ভারত-চিন ইস্যুতে (সংসদে) আলোচনা করা দরকার।”