মমতা বন্দ্যোপাধ্যায়, Mamta Banerjee, নরেন্দ্র মোদী, narendra modi, yaas, ইয়াস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর আজ প্রথম রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় ইয়াস এর কারণে হওয়া ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে আকাশপথে ওড়িশা ও বাংলার পূর্ব মেদিনীপুরও ঘুরে দেখবেন তিনি। এর সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথেও একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অংশে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমানে। অনেক জায়গায় সমুদ্রের জলোচ্ছ্বাস এর কারণে চাষের জমিতে নোনা জল ঢুকে গিয়েছে তো অনেক জায়গায় নদীর বাঁধ ভেঙে গিয়েছে। গৃহ ছাড়া হয়েছেন প্রচুর মানুষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার এই অঞ্চলগুলো ঘুরে দেখার পর কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ইয়াস এর প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। গতবছর আমফানের সময়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করতে এসেছিলেন।

ঘূর্ণিঝড় আসার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগাম বাংলার জন্য ৪০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। সূত্রের খবর, আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড়োসড়ো আর্থিক প্যাকেজের আশা রাখছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বাংলায় হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই সাংবাদিক সম্মেলনে এসে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ এর কথা জানিয়েছেন।

তবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বাংলায় পা রাখার আগেই আজ সকাল থেকে বাংলার ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার এর মাধ্যমে পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী নিজেই।