পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। করোনা অতিমারি সারা দেশে সুনামির মত আছড়ে পড়েছে। এমত অবস্থায় সমস্ত সময়ের মত এবারও করোনা মোকাবিলায় দেশের পাশে দাঁড়িয়েছে ভারতীয় সেনা বাহিনী। করোনা মোকাবিলায় নিজেদের কর্মসূচী নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সামনা সামনি বৈঠক করলেন সেনা প্রধান মুকুন্দ নরভান।
করোনা মোকাবিলায় সেনা বাহিনীর উদ্যোগ এবং আগামী কর্মসূচী নিয়ে ছিল এই বৈঠক। এই মর্মে জানা গেছে যে, দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে সেনা হাসপাতাল। সেনাবাহিনীর চিকিৎসকরা নিরন্তর এই অতিমারি মোকাবিলায় সেবা করে চলেছে। এছাড়াও যেসমস্ত জায়গায় অক্সিজেন কনটেনার কিংবা ট্যাংকার বহনের কাজের দরকার পড়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছেন তারা।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় বায়ুসেনার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়ার সঙ্গে বৈঠক করেন এবং আগামীতে কিভাবে এই করোনা অতিমারির বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করা যায় সেই মর্মে আলোচনা করেন। এছাড়াও চিফ মার্শাল জানান যে দেশের জন্য করোনা মোকাবিলায় দেশের সেনা সদা সর্বদা প্রস্তুত।
সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, এই বৈঠকে বিদেশ থেকে আসা বিভিন্ন রকম লাইফ সাপোর্ট ইন্সট্রুমেন্টস এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে পৌঁছে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাদের কর্মসূচির পরিকল্পনা জানিয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ২৫৭ জন এবং গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৬৮৪ জন মানুষের।