narendra modi, mamata banerjee, west bengal
দিদির রাজ্যে আজ পা রাখতে চলেছেন মোদিজী, সাথে আনছেন ৭৮০০ কোটির প্রকল্প

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– ইতিমধ্যে সারা বঙ্গে ঢি ঢি পড়ে গেছে যে, আজ অর্থাৎ শুক্রবার সকাল ১১:১৫ নাগাদ হাওড়া স্টেশনে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবারের মূল উদ্দেশ্য ‘বন্দে ভারত’ (Vande Bharat) উদ্বোধন। কিন্তু মোদিজীর সফর শুধু এটুকুতেই মধ্যেই সীমাবদ্ধ নয়। তার উপহারে রয়েছে রাজ্যের জন্য আরও চারটি নয়া প্রকল্প, যার মূল্য প্রায় ৭৮০০ কোটি টাকা।

মোদিজীর রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড (RIDF) অনুযায়ী পশ্চিমবাংলার জন্য বরাদ্দ হয়েছে ৭১৪ কোটি ৫০ লক্ষ টাকা এবং এই অর্থ বরাদ্দ করা হয়েছে গ্রামীণ উন্নয়নের জন্য। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট(NABARD) যে শর্ত রাখা হয়েছে তার একটি বড় অংশই ধার্য করা হয়েছে রাজ্যের পঞ্চায়েতের জন্য।

দুপুর ১২.৩০ মিনিট নাগাদ তিনি হাওড়া স্টেশন থেকে যাবে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের পর্যবেক্ষণে। কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদ সংক্রান্ত এক ছোট্ট সভার আয়োজন করা হয়েছে এদিন। যেখানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমন্ত্রিত রয়েছেন আরও চার মুখ্যমন্ত্রী – ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

ইতিমধ্যে এই বৈঠকের পরিকল্পনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী নবান্নে এক প্রাইভেট মিটিং এর ডাক দেন। যেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের শীর্ষস্থানীয় প্রশাসনিক অধিকর্তারা। কলকাতার গঙ্গা পরিষদ নিয়ে যেহেতু প্রধানমন্ত্রী আলোকপাত করবেন আসন্ন বৈঠকে, সেজন্য সেই বৈঠকে কি কি পরিকল্পনা প্রদর্শন করবেন বা কি কি দিককে হাইলাইট করবেন, ইত্যাদি বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী একটি ছোট্ট সভা সেরে ফেলেন।

এদিকে প্রধানমন্ত্রীর যে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন, তা কোন খাতে কিভাবে খরচ হবে সেটিরও তালিকা প্রদর্শন করেন। মোট অংকের থেকে প্রায় দু হাজার কোটি টাকা আলাদা করে রাখতে বলেছেন সারা বঙ্গের নিকাশী ব্যবস্থাগুলির জন্য। জোকা থেকে তারাতলা পর্যন্ত যে নতুন মেট্রো চালু হতে চলেছে, তার জন্য বরাদ্দ করেছেন প্রায় দুই হাজার কোটি টাকা। নতুন জলপাইগুড়ির স্টেশনের কথা প্রস্তাব রেখেছেন, তার জন্য রয়েছে ৩৩৫ কোটি টাকা। প্রায় ১০০ কোটি টাকা রাখতে বলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এর জন্য।

‘স্বচ্ছ গঙ্গা মিশন’ বলে যে প্রকল্পটির তিনি উদ্বোধন করেছেন, তার জন্য বরাদ্দ করেছেন প্রায় ১ হাজার ৫৫৮ কোটি টাকা। এরকমই বিশেষ কয়েকটি প্রকল্পের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকারও একটু বেশি অর্থই সাহায্য করছেন পশ্চিমবঙ্গকে। অবশেষে মোদি-মমতা বৈঠক কতটা কার্যকর হবে, এখন সেটি দেখবার।