পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে এবার ৮ দফায় নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে। আজ ১ লা এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট। রাজ্যে চারটি জেলায় ৩০ টি আসনে হচ্ছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।
দ্বিতীয় দফার ভোটগ্রহনের দিনেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সফরে আসার আগেই বাংলায় টুইট মোদিজীর। বাংলায় টুইট করে বঙ্গবাসী কে রেকর্ড হারে ভোটদানের আবেদন জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বঙ্গে আজ যে যে কেন্দ্রে নির্বাচনী ভোট রয়েছে। বাংলার জনগণ যেন রেকর্ড হারে ভোটদান করেন সেই আবেদন জানালেন তিনি।
বঙ্গে ভোট শুরু হওয়ার আগেই বাংলায় টুইট করে তিনি লেখেন, “বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনী ক্ষেত্রে আজ ভোটগ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যক ভোট দান করুন।”
বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
আজ রাজ্যের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা এই চারটি জেলায় ৩০ টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটের দিনে রাজ্যে পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ বাংলায় বিধানসভা নির্বাচনী প্রচারে আসছেন। তিনি আজ বাংলায় দুটি সভা করবেন।
আরও পড়ুনঃ রণক্ষেত্রের আরেক নাম নন্দীগ্রাম, ভোট দিয়ে কি বলছেন মীনাক্ষী এবং শুভেন্দু ?
দ্বিতীয় দফার ভোটের দিনই বঙ্গে সভা করতে চলেছেন মোদীজি। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনার মাথুরাপুরে পা রাখবেন। সেখানে তিনি আজকের দিনে প্রথম জনসভা করবেন। মাথুরাপুর-এ জনসভা করার পর তিনি দ্বিতীয় জনসভা করবেন হাওড়ার উলুবেড়িয়াতে। বাংলা জয় করতে আপ্রাণ চেষ্টা গেরুয়া শিবিরের।
বাংলায় এবার গেরুয়া শিবিরে জয়ী হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার ভোট ২৭ শে মার্চ পাঁচটি জেলায় ৩০ টি আসনে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফার ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন ৩০ টি আসনের মধ্যে ২৬ টি আসন পাবে গেরুয়া শিবির। তবে শাহের এমন বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল দল নেত্রী মমতা।
দ্বিতীয় দফার ভোটের লাইভ আপডেট পেতে চোখ রাখুন poschimbongo.com -এ।