প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এবারে শহর কোলকাতার রাজপথে পদযাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে শেষ দুই দফা ভোটের আগেই কোলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে রাজ্যবাসীর মণ জয় করতে কোলকাতায় পদযাত্রা করবেন প্রধানমন্ত্রী।

বিজেপি সূত্রের খবর অনুযায়ী আগামী ২৩ এবং ২৪ শে এপ্রিল উত্তর এবং দক্ষিণ কোলকাতার দুই জায়গায় কার্যত পদযাত্রায় সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু পশ্চিমবঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা পদযাত্রার মাধ্যমে ভোটের প্রচার করেন তেমনই প্রধানমন্ত্রী রাজ্যবাসীর মন জয় করতে পথে নামবেন।

আগামী ২৩ শে এবং ২৪ শে এপ্রিল কোলকাতায় সভা করার কথা প্রধানমন্ত্রীর। সেই সময় কোলকাতায় পদযাত্রাও করবেন প্রধানমন্ত্রী এবং আমিত শাহ্‌রা এমনটাই সূত্রের খবর। যদিও এই বিষয় এখনও সঠিক সিদ্ধান্তর কথা জানা যায়নি। তবে একথা সুনিশ্চিত যে প্রধানমন্ত্রীর পদযাত্রার আগেই শহরে পদযাত্রা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এটা প্রথম পদযাত্রা। এর আগে তিনি শুধুমাত্র গাড়ি করে রোড শো করেছেন। প্রধানমন্ত্রীর এই পদযাত্রা সম্পর্কে তৃণমূলের তরফে এখনও কোনও মতামত পাওয়া না গেলেও গতকাল বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ কর্মসূচীর সময় নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশানের কাছে অভিযোগ জানান যে, রাজ্যে ভোটের দিনগুলিতেই প্রধানমন্ত্রী সভা করছেন আর ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

যদিও এই অভিযোগের পাল্টায় বিজেপি পার্টির তরফেও অভিযোগ দায়ের করা হয় মুখ্যমন্ত্রীর নামে। অভিযোগের কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর ধর্নাকে সামনে আনা হয়। বলা হয় ১৪৪ ধারা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর ধর্নার ফলে ভোট দান ব্যহত হয়। যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও সঠিক মতামত পাওয়া যায়নি তৃণমূলের তরফে।