sbi atm, atm, state bank of india,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ এটিএম (ATM) থেকে টাকা তুললে, ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হবে টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নতুন নিয়ম লাগু করতে চলেছে। এই নতুন নিয়ম চালু করা হবে টাকা তোলার ক্ষেত্রেও।

সাধারণ মানুষের কপালে দুর্ভোগের শেষ নেই। কখনো সাইবার থানা আবার কখনো ব্যাংকের নতুন নিয়ম লাগু করে টাকা কেটে নেওয়া হচ্ছে একাউন্ট থেকে। তাহলে সাধারণ মানুষের উপায় কি? আসুন নিয়ম গুলি তে কি কি বলা হয়েছে, বিশদে জেনে নেওয়া যাক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ব্যাংক একাউন্টে মিনিমাম ব্যালেন্স এর চেয়ে কম টাকা থাকলে একটি চার্জ কাটা হবে। তারই সঙ্গে জিএসটি ধার্য হবে। ব্যাংকের অ্যাকাউন্ট পর্যাপ্ত পরিমান টাকা না থাকার পরও। এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করলে, এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank OF India) তাদের কাস্টমারকে এটিএম থেকে টাকা তোলার জন্য পাঁচবার নিজস্ব এটিএম এবং তিনবার অন্য ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকে। কাস্টমাররা এই আটটি ক্যাশ উইডথড্রাল কর সুযোগ পান।

এটিএম দিয়ে আট বারের অধিক ক্যাশ উইডথড্রাল করলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টাকা।এছাড়াও এস বি আই ব্যাংক জানিয়েছে, লিমিটের বাইরে ট্রানজাকশন করার জন্য দশ থেকে কুড়ি টাকা চার্জ কাটা হবে তার সঙ্গে ধার্য হবে জিএসটি (GST)।