
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অবশেষে ২০২৩ এর সাগরমেলা রাখ-ঢাক দিয়ে শুরু হতে চলেছে। আর মেলা নিয়ে কড়া নজরদারি শুরু প্রশাসনিক আধিকারিকদের। প্রতি বছর অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়েন এই মেলায়। এবার যাতে অসুস্থদের সংখ্যা হ্রাস পায়, সেজন্য গড়ে তোলা হয়েছে বহু অস্থায়ী ও মুক্ত চিকিৎসা কেন্দ্র।
সিএওএইচ ডা: জয়ন্ত কুমার সুকুল গত মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন যে, ২০২৩ এর এই সাগর মেলায় অন্যান্য বছরের সাগর মেলার থেকে যথেষ্ট উন্নত পরিকাঠামো এবং ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যের প্রতি এবার বিশেষ করে নজর দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে, এবারে অসুস্থতার পরিমাণ অনেকটাই কমবে।
আগামী ৯ই জানুয়ারি থেকে সাগর মেলা শুরু হতে চলেছে। আর এই মেলা চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত। আপাতত শোনা গেছে প্রায় ১০৩ জনের মতো মেডিকেল অফিসার চিকিৎসার দায়িত্বে থাকবে। এই ১০৩ জনের মধ্যে ১৮ জনই থাকবে স্পেশালিস্ট ডাক্তার। এছাড়াও যদি প্রয়োজন বোধ হয় তবে আরও মেডিকেল অফিসার নিয়ে আসা হবে ওই কয়েকদিনের জন্য।
যে পাঁচটি স্থানে এই চিকিৎসা কেন্দ্র গড়ে উঠবে সেগুলি হল – কচুবেড়িয়া, বেনুবণ, নারায়ণপুর পিএইচসি, সাগর মেলা গ্রাউন্ড, লট নং ৮। শুধুমাত্র প্রবীনদের নয়, শিশুদের জন্য থাকলে বিশেষ চিকিৎসা ব্যবস্থা। এর ফলে যারা শিশুদের নিয়ে সাগর মেলায় উপস্থিত থাকতে চান, তাদেরও এবারে আর কোন দুশ্চিন্তা থাকবে না।
স্বাস্থ্য কেন্দ্র গুলির মধ্যে বিভিন্ন বিভাগ থাকবে। একদিকে থাকবে জটিল রোগে আক্রান্তের জন্য বিশেষ ব্যবস্থা। আরেক দিকে থাকবে সংক্রমক রোগীদের জন্য প্রায় ৬০ এরও অধিক বেডের ব্যবস্থা। শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা ও বেড নয়, রাস্তার বিভিন্ন প্রান্তে থাকবে ফার্স্ট এইডের সুব্যবস্থা। এছাড়াও থাকছে এয়ারলিফ্ট। সবকিছু থেকে বোঝা যাচ্ছে যে, এবারে সাগর মেলা অত্যন্ত নিরাপদ ভাবে সম্পন্ন করতে তৎপর রাজ্য সরকার।