আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news,
বিদায় নিয়েছে বর্ষা ! কমছে তাপমাত্রার পারদ, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দুই বঙ্গ থেকেই বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টির কোন পূর্বাভাস নেই বঙ্গে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে কলকাতায়, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে তবে কিছুটা হলেও হ্রাস পেয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।

আজ মঙ্গলবার, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গেই। তবে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণবাত আজ থেকেই উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করবে, যা আগামী ২০ শে অক্টোবর নিম্নচাপে সৃষ্টি হবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ২০ তারিখের পর এই নিম্নচাপ সমুদ্রপৃষ্ঠে শক্তি সঞ্চয় করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে এবং এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপের প্রভাব আমাদের রাজ্যে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজকের (Today Weather) আবহাওয়া –

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৬১ শতাংশ।

আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া –

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়াবিদরা জানিয়েছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে, হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন ঘটবে না। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলোতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোন পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।