করোনাভাইরাস, পশ্চিমবঙ্গ, coronavirus, west bengal, north 24 parganas
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– সারাদেশে করোনার বাড়বাড়ন্তের সাথে সাথে রাজ্যেও বেড়ে চলেছে করোনাভাইরাস এর প্রভাব। রাজ্যে গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এই জেলায় গতকাল করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯২২ জন মানুষ। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

গতকাল পশ্চিমবঙ্গের করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৮,৪৩১ জন মানুষ। বর্তমানে রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৭৭৪ জন। তবে রাজ্য সরকারের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সমস্ত জেলাগুলির মধ্যে এই জেলায় সংক্রমণের হার সবথেকে বেশি।

উত্তর ২৪ পরগনায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১ হাজার ৩৯৯ জন। তারমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৯০৬ জন। রাজ্যের মধ্যে মোট মৃত্যুর হারে উত্তর ২৪ পরগনা কলকাতার পরে দ্বিতীয় স্থানে রয়েছে। এই জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৩৭ জন মানুষের। জেলাগুলির মধ্যে বেশ কয়েক গুণ বেশি সংক্রমণের হার উত্তর ২৪ পরগনা জেলায়।

শহর কলকাতার ক্ষেত্রেই গতকাল নতুন করে করনা আক্রান্ত হয়েছে ৩৮৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জন মানুষের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯ লক্ষ ৩৫ হাজার ৬৬ জন। তারমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৮ লক্ষ ৩২৮ জন মানুষ। মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৬৪ জন মানুষের। মোট অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৪৭৪ জন।

রাজ্য সরকার কোভিড মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। রাজ্যজুড়ে জারি করা হয়েছে আংশিক লকডাউন। বাতিল করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন। এমনকি পরিবহন এর ক্ষেত্রে বাস এবং মেট্রোর সংখ্যা করে দেওয়া হয়েছে অর্ধেক। সরকারি ও বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করতে বলা হয়েছে।