kangana ranauat, corona, corona virus, গঙ্গা নদীর বুকে একাধিক লাশ
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতিনিয়তই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এবার বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে গঙ্গা নদীর বুকে ভাসছে মৃতদেহ। কোথা থেকে ভেসে আসছে এই লাশগুলি ? জবাব দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাওয়াত।

বলিউড কুইন সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট করে থাকেন। আর তার সেই মন্তব্য কে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। তবে তিনি এই প্রথম নয়, এর অনেক আগে থেকেই তিনি বিভিন্ন বিতর্কিত পোস্ট করে আসছেন। নিজের  সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে একটি মন্তব্য করেছিলেন বলিউড কুইন কঙ্গনা রাওয়াত। তার সেই বিস্ফোরক মন্তব্যের জেরে সাসপেন্ড করে দেওয়া হয় তার টুইটার একাউন্ট। তবে তার পরেও তিনি থেমে থাকেননি। টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত পোস্ট করে যাচ্ছেন ইন্সটাগ্রাম এর মাধ্যমে।

kangana ranauat, corona, corona virus, গঙ্গা নদীর বুকে একাধিক লাশ
চিত্র- সংগৃহীত

তবে এবার তিনি নতুন কিছু কাণ্ড ঘটাননি। বরঞ্চ তিনি গঙ্গা নদীর বুকে ভাষা লাশ কোথা থেকে আসছে তা নিয়েই জবাব দিলেন। সম্প্রতি, বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গা নদীর বুকে ভাসছে মৃত লাশ। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশজুড়ে। অনেকেই সন্দেহ করছেন দেহগুলি কোভিড আক্রান্ত রোগীদের। আবার ধারণা করা হয়েছে করোনা আক্রান্ত রোগীদের সৎকার্য সম্পন্ন করতে না পারায় দেহগুলি কে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

গঙ্গা নদীর বুকে একাধিক মৃত লাশের ছবিকে ঘিরে আবার কঙ্গনা রাওয়াত একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রাওয়াত সেই ভিডিওতে বলেন, ‘গঙ্গা নদীর বুকে একাধিক লাশের ছবি দেখা যাচ্ছে। যেটি আসলে নাইজেরিয়ার। নাইজেরিয়ার একটি নদীতে এই দেহগুলি ভেসে ওঠে।’ আর সেগুলো নিয়েই দেশে জুড়ে তোলপাড় হচ্ছে বলে দাবি করেন কঙ্গনা।

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)