করোনা ভাইরাস, পূর্ব রেল, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, দত্তপুকুর লোকাল, গোবরডাঙা লোকাল, সোনারপুর লোকাল
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপে প্রায় বন্ধ হতে চলেছে সমস্ত কিছু। ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন দাবানলের মতো আছড়ে পড়েছে সারা বিশ্বে। এমত অবস্থায় বাতিল হয়ে যাচ্ছে একের পর এক ট্রেন এবং বিমান। কিছুদিন আগেই হাওড়া এবং শিয়ালদা শাখায় বাতিল হয়েছিল একাধিক ট্রেন।

এবারেও তার ব্যাতিক্রম হল না। সপ্তাহের শুরুতেই বাতিল হয়ে গেলো শিয়ালদা শাখার ৫৬ টি ট্রেন। সবই লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, পূর্ব রেলের প্রায় ৯০ জন কর্মী বর্তমানে করোনা আক্রান্ত। তাদের বেশীর ভাগই হয় চালক নয়ত গার্ড। যেহেতু এদের জায়গায় এই মুহূর্তে কোনও কর্মী নেই, পূর্ব রেলে সেহেতু বাতিল হয়ে গেলো শিয়ালদা শাখার ৫৬ টি ট্রেন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে যাত্রীদের সুরক্ষা এবং সুবিধের কথা মাথায় রেখেই ব্যাস্ত সময় পার করে বাতিল করা হয়েছে সমস্ত ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, যে সমস্ত ট্রেন গুলি বাতিল হয়েছে সেগুলি হল- ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, দত্তপুকুর লোকাল, গোবরডাঙা লোকাল, সোনারপুর লোকাল এবং আরও অনেক।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য আধিকারিক কমল দাস জানান যে,” আমরা নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে প্রস্তুত। সেই পরিষেবা দেবার কাজ আমরা করেও চলেছি। কিন্তু যেভাবে কর্মীরা আক্রান্ত হয়ে পড়ছেন সেক্ষেত্রে পরিষেবা দেওয়া মুশকিল হয়ে পড়ছে। ইতিমধ্যে বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের করোনা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার শুরু করেছে রেল। রেল কর্মীদের জন্যও গ্রহণ করা হয়েছে একাধিক ব্যবস্থা। তবে বহু ক্ষেত্রেই কাজের জন্য কর্মীদের মধ্যে শারীরিক দুরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছেনা। তাই বিপদ বাড়ছে রেল কর্মীদের মধ্যে। যার প্রভাব পড়েছে রেল পরিষেবায়।”